Parineeti Chopra: দু হাত ভর্তি মেহেন্দি, পরনে হলুদ লেহেঙ্গা, পরিণীতির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা
Pre Wedding: ২৪ সেপ্টেম্বর চার হাত এক হয়েছে অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা। আর এবার নিজের প্রাক বিবাহ অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার শেয়ার করে নিলেন অভিনেত্রী।
দু হাত ভর্তি মেহেন্দি, পরনে হলুদ লেহেঙ্গা, পরিণীতির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা
1/10
ছবিতে দেখা যাচ্ছে হলুদ লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। সঙ্গে মানানসই মেকআপ ও গয়না। রয়েছে হাত ভর্তি মেহেন্দিও।
2/10
অভিনেত্রীর এদিনের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার মণীশ মালহোত্র। প্রত্য়েকটি ছবিতেই হাসিমুখে ধরা দিয়েছেন অভিনেত্রী।
3/10
প্রসঙ্গত, নায়িকার বিয়ের পোশাকের বর্ণনা দিতে গিয়ে ডিজাইনার মণীশ মলহোত্র জানিয়েছিলেন, পরিণীতির জন্য, তাঁর দিদা যখন বাড়িতে হেঁটে বেড়াতেন তখন তাঁর 'চল্লা'র আওয়াজ একইসঙ্গে সাহসিকতা ও লাবণ্যের মেলবন্ধন ছিল। মণীশ লিখেছিলেন, 'আমরা জানতাম তাঁর উত্তরাধিকারের এই টুকরো ওঁর লেহঙ্গায় যোগ করতেই হবে।'
4/10
এছাড়াও বিয়ের সাজে ওই চাবির রিংয়ে এমন অনেক উপাদান যুক্ত করা হয় যা রাঘব ও পরিণীতির জীবনের সঙ্গে জড়িত। ছিল লন্ডনের স্মৃতি, শোনা যায় যেখানে তাঁদের প্রথম আলাপ হয়েছিল পড়াশোনার সূত্রে, এছাড়া রয়েছে সঙ্গীত, খান্দা সাহিব ইত্যাদির উপাদানও।
5/10
উল্লেখ্য়, বিয়ের পর নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি করে নোট পোস্ট করেছিলেন রাঘব ও পরিণীতি, দুজনেই। অভিনেত্রীর পোস্টে লেখা ছিল, 'রাঘব ও আমি, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। ''
6/10
'যদিও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শুভেচ্ছাবার্তার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি (জীবন একটি ঘূর্ণিঝড় হয়ে উঠেছে, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন), দয়া করে জেনে রাখুন যে আমরা আমাদের হৃদয়ের আনন্দের সঙ্গে প্রত্যেকটি বার্তা পড়ছি।'
7/10
একইসঙ্গে নোটে আরও লেখা হয়, 'আমরা একসঙ্গে এই সুন্দর যাত্রা শুরু করার সময়, আপনারা সবাই আমাদের পাশে আছেন জেনে আমরা আপ্লুত। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ সত্যিই মূল্যহীন, এবং আমরা এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না।'
8/10
প্রসঙ্গত, এর আগেই মণীশ মলহোত্র জানিয়েছিলেন যে পরিণীতির লেহঙ্গা তৈরি করতে আড়াই হাজার ঘণ্টা সময় লেগেছে।
9/10
এছাড়া তাঁর ভেইলে দেবনাগরী হরফে বরের নাম সেলাই করিয়েছিলেন অভিনেত্রী।
10/10
অভিনেত্রীর ছবিগুলি ইতিমধ্য়েই পছন্দ করেছেন তাঁর অনুরাগীরা।
Published at : 26 Oct 2023 04:06 PM (IST)