Parno Mitra Photos: ভ্যালেন্টাইন্স ডে-তে গোয়ায় পার্নো, সঙ্গী কে?

গোয়ায় চললেন পার্নো মিত্র।

1/8
বেশ কিছুদিন ধরেই কলকাতার বাইরে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছিলেন পার্নো মিত্র।
2/8
কিন্তু বাদ সেধেছিল করোনা। অতিমারির জেরে বেড়ানোর পরিকল্পনাও স্থগিত করতে হয়েছিল অভিনেত্রীকে।
3/8
অবশেষে নিউ নর্ম্যালে বেড়াতে চললেন পার্নো। ডেস্টিনেশন গোয়া।
4/8
পরনে ঢিলেঢালা কালো টি-শার্ট আর শর্টস, চোখে সানগ্লাস। পায়ে স্নিকার্স, মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। ছবির জন্য অবশ্য মাস্ক খুলে হাসিমুখে পোজ দিলেন।
5/8
বোনকে সঙ্গে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গেলেন পার্নো। তার আগে কলকাতা বিমানবন্দরে অভিনেত্রীকে দেখা গেল ফুরফুরে মেজাজে।
6/8
ভ্যালেন্টাইন্স ডে-র দিন থাকবেন সৈকতশহরে। সঙ্গী কে? পার্নো জানিয়েছেন, ভ্রমণসঙ্গী তাঁর বোন তানিশা। যিনি আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন।
7/8
তিন বছর পর বোন তানিশার সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন অভিনেত্রী। গোয়ার বিচ দাপাতে তর সইছে না পার্নোর।
8/8
প্রেম নিয়ে যদিও বরাবর মুখে কুলুপ পার্নোর। জীবনে বিশেষ মানুষ আছেন না নেই, তা প্রকাশ্যে আনতে চান না অভিনেত্রী।
Sponsored Links by Taboola