Parno Mitra Photos: ভ্যালেন্টাইন্স ডে-তে গোয়ায় পার্নো, সঙ্গী কে?
বেশ কিছুদিন ধরেই কলকাতার বাইরে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করছিলেন পার্নো মিত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু বাদ সেধেছিল করোনা। অতিমারির জেরে বেড়ানোর পরিকল্পনাও স্থগিত করতে হয়েছিল অভিনেত্রীকে।
অবশেষে নিউ নর্ম্যালে বেড়াতে চললেন পার্নো। ডেস্টিনেশন গোয়া।
পরনে ঢিলেঢালা কালো টি-শার্ট আর শর্টস, চোখে সানগ্লাস। পায়ে স্নিকার্স, মুখ ঢেকে রেখেছিলেন মাস্কে। ছবির জন্য অবশ্য মাস্ক খুলে হাসিমুখে পোজ দিলেন।
বোনকে সঙ্গে নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গেলেন পার্নো। তার আগে কলকাতা বিমানবন্দরে অভিনেত্রীকে দেখা গেল ফুরফুরে মেজাজে।
ভ্যালেন্টাইন্স ডে-র দিন থাকবেন সৈকতশহরে। সঙ্গী কে? পার্নো জানিয়েছেন, ভ্রমণসঙ্গী তাঁর বোন তানিশা। যিনি আগেই গোয়ায় পৌঁছে গিয়েছেন।
তিন বছর পর বোন তানিশার সঙ্গে ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন অভিনেত্রী। গোয়ার বিচ দাপাতে তর সইছে না পার্নোর।
প্রেম নিয়ে যদিও বরাবর মুখে কুলুপ পার্নোর। জীবনে বিশেষ মানুষ আছেন না নেই, তা প্রকাশ্যে আনতে চান না অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -