Pathaan Fan Reaction: ৪ বছরের অপেক্ষার অবসান, 'পাঠান' মুক্তির দিনে শাহরুখ অনুরাগীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
অনুরাগীদের ৪ বছরের অপেক্ষার অবসান। অবশেষে বড়পর্দায় 'পাঠান', দেশ জুড়ে উত্তেজনা, উন্মাদনা। কেমন কাটছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলাদাখে বরফের মধ্যে আয়োজন করা হল 'পাঠান'-এর স্ক্রিনিং। বিশেষ এই আয়োজনে হাজির ছিলেন অনেকেই।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকেও। দেশমাতৃকাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচাতে এক সেনার গল্প বলবে এই ছবি।
ছবির অগ্রিম বুকিং শুরু হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১ লক্ষ টিকিট বিক্রি হয়ে যায়। তারই মাঝে ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ পোস্ট করে লেখেন, 'সিঙ্গল স্ক্রিনগুলিকে পুনরুজ্জীবিত করছে পাঠান... রেকর্ড ভাঙা অ্যাডভান্স বুকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, ভারতজুড়ে অন্তত ২৫টি সিঙ্গল স্ক্রিন, যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল, ফের খুলল 'পাঠান'-এর সঙ্গে এই সপ্তাহে।'
'এককথায়, ব্লকবাস্টার'। শাহরুখ খান (Shah Rukh Khan)-এর নতুন ছবি 'পাঠান' সম্পর্কে এই কথাটিই লিখলেন ট্রেন্ড অ্যানালিসিস ও ছবি সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। গোটা দেশের প্রেক্ষাগৃহে কার্যত 'পাঠান' (Pathaan) ঝড়। প্রায় সব প্রেক্ষাগৃহেই হাউজফুল 'পাঠান'।
আজ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড অ্যানালিটিক্স তরণ আদর্শ লিখেছেন, 'পাঠান ব্লকবাস্টার। স্টাইল, স্কেল, গান, অ্যাকশন, চমক.. 'পাঠান'-এ সমস্ত কিছুই রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বমহিমায় ফিরে এসেছেন এসআরকে। নিঃসন্দেহে ২০২৩ -এর প্রথম ব্লকবাস্টার পাঠান-ই।'
যে পোশাকের রঙ নিয়ে এত বিতর্ক, সেটা বদল না করেই প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও জন আব্রাহাম (John Abraham) অভিনীত পাঠান (Pathaan)। এই ছবির গান 'বেশরম রঙ' (Besharam Rang) -এ দীপিকার পোশাক নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
বিকিনির গেরুয়া রঙ নিয়ে আপত্তি জানিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ থেকে একাধিক সংস্থা। দাবি উঠেছিল, সেই গানে দীপিকার পোশাকের রঙ পরিবর্তন করার ও কিছু অংশ বাদ দেওয়ার। কিন্তু সেই গানে সামান্য বদল ঘটিয়েই মুক্তি পেল 'পাঠান'
'পাঠান'-কে ইউএ সার্টিফিকেট (UA certificate) দিয়েছিল সেন্সর বোর্ড। অর্থাৎ ১২ বছরের উর্ধ্বে দেখা যাবে এই ছবি। তবে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেসন (The Central Board of Film Certification) বেশ কিছু পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল এই ছবিতে।
কী কী সেই পরিবর্তন? সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবিটি থেকে মোট ১০টি দৃশ্য বাদ দেওয়ার কথা বলেছিল ফিল্ম সার্টিফিকেটের বোর্ড। এর মধ্যে ৩টি দৃশ্য 'বেশরম রঙ' (Besharam Rang) গানটির। বাদ যাওয়ার কথা ছিল এই গানটি থেকে দীপিকার ক্লোজ শটগুলি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -