Most Sixes in ODIs: ওয়ান ডেতে সর্বাধিক ছক্কা মারা ব্যাটারদের তালিকায় কত নম্বরে রয়েছেন রোহিত?
সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটারদের তালিকায় রয়েছেন দুই ভারতীয়। তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appধোনি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ২২৯টি ছয় মেরেছেন।
সনৎ জয়সূর্য এই তালিকায় ধোনির আগে চার নম্বরে রয়েছেন। প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পরিচিত ছিলেন।
জয়সূর্য ২৭০টি ছক্কা মেরেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে দুরন্ত শতরান করেছেন রোহিত শর্মা। তিনি নিজের ইনিংসে ছয়টি ছয় মারেন।
এই ছয়টি ছয়ের সুবাদেই তিনি জয়সূর্যকে পিছনে ফেলে তালিকায় তিনে উঠে এলেন। ওয়ান ডেতে রোহিত মোট ২৭৩টি ছয় মেরেছেন।
ক্রিস গেলের ছক্কা মারার দক্ষতা নিয়ে কারুর কোনও সন্দেহ থাকার কথা নয়। তিনি রোহিতের থেকে বেশ অনেকটাই এগিয়ে।
'ইউনিভার্স বস' গেল আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ৩৩১টি ছয় মেরেছেন।
গেলের থেকে খানিকটা এগিয়ে পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনিই সর্বাধিক ছয় মেরেছেন।
'বুম বুম' আফ্রিদি ৫০ ওভারের ক্রিকেটে ৩৫১টি ছয় মেরেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -