Patralekha Paul Birthday: চিনে নিন 'সিটিলাইটস' অভিনেত্রী পত্রলেখা পালকে
আজ জন্মদিন 'সিটিলাইটস' অভিনেত্রী পত্রলেখা পালের। তবে, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। তিনি বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাও-র স্ত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড অভিনেত্রী পত্রলেখা পালের জন্ম শিলংয়ের এক বাঙালি পরিবারে। তাঁর বাবা ও মা দুজনেই বাঙালি।
পত্রলেখা পালের মা একজন গৃহবধূ। তাঁর বাবা চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট। অভিনেত্রীর বাবা চাইতেন, তাঁর পেশাতেই আসুন পত্রলেখা।
অর্থনীতি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করলেও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন পত্রলেখা পাল। ছোটবেলা থেকেই অবিনয়ের প্রতি টান ছিল তাঁর।
বলিউডে কেরিয়ার শুরু করার আগে একাধিক বিজ্ঞাপনে দেখা গিয়েছে পত্রলেখা পালকে। বেশ কিছু নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হিসেবে দেখা যায় তাঁকে।
শোনা যায়, ২০১০ সাল থেকে বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে সম্পর্কে ছিলেন পত্রলেখা পাল। প্রায় ১১ বছর সম্পর্কে থাকার পর তাঁরা গত বছর বিয়ে সারেন।
২০১৪ সালে বলিউডে আত্মপ্রকাশ হয় পত্রলেখা পালের। পরিচালক হনশল মেহতার ছবি 'সিটিলাইটস' দিয়ে প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যায় তাঁকে।
'সিটিলাইটস' ছবিতে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন অভিনেত্রী। এরপর একাধিক ছবিতে কাজ করলেও পত্রলেখা পালের বলিউড জার্নি খুব দীর্ঘ নয়।
'লভ গেমস', 'নানু কি জানু' ছবিতে অভিনয় করেন পত্রলেখা। অভিনয় করেছেন বেশ কিছু ধারাবাহিক এবং ওয়েব সিরিজেও।
বলিউড অভিনেত্রী পত্রলেখা পালকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -