Kolkata Chalantika Teaser: পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ৬ বছর পরও কলকাতা একইরকম 'চলন্তিকা'? প্রকাশ্যে এল টিজার

'কলকাতা চলন্তিকা' টিজার

1/10
সম্প্রতি শহরের বুকে হয়ে গেল 'কলকাতা চলন্তিকা' ছবির টিজার লঞ্চ। পাভেলের পরিচালনায় তৈরি ছবি মুক্তি পাচ্ছে অগাস্টে।
2/10
সালটা ২০১৬। রোজকার ছন্দে ব্যস্ত শহর কলকাতা। হঠাৎ ছন্দপতন। ভেঙে পড়ল নির্মীয়মান পোস্তা উড়ালপুলের একাংশ। চারিদিকে আর্তনাদ, চিৎকার.. সেই দিনের ক্ষত আজও দগদগে শহর কলকাতার বুকে।
3/10
টিভির পর্দায় যে ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠেছিল তিলোত্তমা, ৬ বছর পেরিয়ে কেমন আছে সেই জায়গা, কেমন আছে কলকাতা? এখনও কি সে আগের মতোই 'চলন্তিকা'? এই বিষয়বস্তু নিয়েই তৈরি হয়েছে ছবিটি।
4/10
ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন, ইশা সাহা (Isha Saha), রজতাভ দত্ত (Rajatabha Dutta), সৌরভ দাস (Sourav Das), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত ওরফে বং গাই, অনামিকা সাহা।
5/10
তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। বাবা ভূতনাথ এন্টারটেনমেন্টের ছাতার নীচে শতদ্রু চক্রবর্তী প্রযোজিত ‘কলকাতা চলন্তিকা’-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপক স্বাতী বিশ্বাস।
6/10
মুক্তি পেয়েছে ছবির টিজার। অনুষ্ঠানে হাজির ছিলেন ইশা সাহা, অনির্বাণ চক্রবর্তী, অনামিকা সাহা প্রমুখরা।
7/10
ছবিতে ইশার চরিত্রের নাম টুম্পা। তাঁর কথায়, 'পাভেলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ও সেটে এসে সবার মধ্যে একটা ভালো অনুভূতি ছড়িয়ে দেয়, কাজ করতে ইচ্ছা করে।'
8/10
পরিচালক পাভেল বলছেন, 'এই ছবিতে গোটা শহর আছে। শহরকে নিয়েই ছবি, ছবির নামেই কলকাতা রয়েছে।'
9/10
উল্টোরথের দিন কলকাতার রাস্তায় দেখা যায় টিম 'কলকাতা চলন্তিকা'কে। জগন্নাথ দেবের পুজো দিয়ে শুরু হয় ছবির প্রচার।
10/10
কলকাতা কখনও থামতে শেখেনি। নানা অঘটনে সাময়িকভাবে হয়তো চলার গতি থমকেছে। তবে শহর তারপরেই যে কে সেই। উল্টোরথেও আরও এক বার সেটাই দেখল শহরবাসী।
Sponsored Links by Taboola