Vicky Kaushal at Uri Base Camp: উরি বেস ক্যাম্পে ভিকি কৌশল, ধন্যবাদ জানালেন ভারতীয় সেনাকে
উরি বেস ক্যাম্পে ভিকি কৌশল
1/6
রবিবার কাশ্মীরে উরি বেস ক্যাম্পে যান অভিনেতা ভিকি কৌশল। এই সুয়োগ দেওয়ার জন্য তিনি ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
2/6
সেনাবাহিনীর অফিসার, জওয়ানদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন ভিকি। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
3/6
উরি বেস ক্যাম্পে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এই অভিনেতা।
4/6
সোশ্যাল মিডিয়ায় ভিকি লেখেন, ‘কাশ্মীরের উরি বেস ক্যাম্পে আমাকে আমন্ত্রণ জানানোয় ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। স্থানীয় মানুষজনের সঙ্গে একটি সুন্দর দিন কাটানোর সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। মহান সশস্ত্রবাহিনীর সঙ্গে থাকতে পারা আমার জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। ধন্যবাদ, জয় হিন্দ।’ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
5/6
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে অভিনয় করেন ভিকি। তাঁর সঙ্গে এই ছবিতে দেখা যায় ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল, মোহিত রায়না ও কীর্তি কুলহারিকে।
6/6
এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভিকি।
Published at : 09 Mar 2021 08:04 AM (IST)