In Pics: সেলুন থেকে বেরিয়ে চর্চিত বন্ধুর সঙ্গে পাপারাৎজির সামনে তাপসী
নিজের অভিনয়ের মাধ্যমেই বলিউডে জায়গা করে নিয়েছেন তিনি। কাজ এবং ব্যক্তিগত জীবনকে সমান্তরালভাবে সামলান অভিনেত্রী তাপসী পান্নু। নিজের ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে কখনই সামনে আনতে চান না তিনি। তাঁর চর্চিত বন্ধু মাথিয়াস বো। গত বছর মাথিয়াস সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন। তা থেকেই চর্চা শুরু হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার তাঁদের দুজনকে দেখা যায় পাপারাৎজির ক্যামেরার সামনে। সেলুন থেকে বেরোনোর সময় ক্যামেরার মুখোমুখি হন তাঁরা।
তাপসী পান্নুর বাড়িতে আয়কর বিভাগের তল্লাশি স্থগিত করার জন্য় ক্রীড়ামন্ত্রী কিরেণ ঋজুর কাছে আবেদন করেন তিনি। তিনি জানিয়েছেন তাপসীর বাবা মা অসুস্থ হয়ে পড়েছে এই তল্লাশির খবর পাওয়ার পর।
মাথিয়াস বো একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। ভারতের ব্যাডমিন্টন দলের কোচও।
থাপ্পড় ছবির জন্য দিনকয়েক আগে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন তাপসী। মনোনয়নের তালিকায় ছিলেন, দীপিকা পাডুকোন, কঙ্গনা রানাউত, বিদ্যা বালান, জাহ্নবী কপূর।
গতকাল তাঁকে গোলপী রঙের প্রিন্টেড কুর্তা পরে দেখা যায়। সঙ্গে ছিল মানানসই গয়না। করোনাকালে সবরকম বিধি মেনেই বাইরে বেরিয়েছিলেন তিনি।
এরপর তাপসীকে দেখা যাবে হাসিন দিলরুবা ছবিতে। নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। মিতালি রাজের নাম ভূমিকায় অভিনয় করবেন সাব্বাস মিথু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -