Diwali 2021: বিয়ের পর প্রথম দীপাবলি কীভাবে উদযাপন করছেন বরুণ ধবন?

স্ত্রী নাতাশার সঙ্গে বরুণ ধবন

1/10
চলতি বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিয়েটা সেরে ফেলেন বলিউড অভিনেতা বরুণ ধবন।
2/10
পরিবার, বন্ধু এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা।
3/10
বিয়ের পর প্রথম দীপাবলি। তাই সেলিব্রেটও করছেন বিশেষভাবে।
4/10
মুম্বই বরুণ ধবনের অফিসের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন তাঁরা।
5/10
স্ত্রীর সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেতাকে।
6/10
একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বরুণ ধবন। খুব শীঘ্রই তাঁকে 'ভেড়িয়া' ছবিতে কৃতী শ্যাননের বিপরীতে দেখা যাবে।
7/10
এছাড়াও তাঁর হাতে রয়েছে রাজ মেহতার পরবর্তী ছবি 'যুগ যুগ জিও'।
8/10
কয়েকদিন আগেই গিয়েছে করবা চৌথ। সেই উপলক্ষেও স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছিলেন বরুণ ধবন।
9/10
অভিনেতার ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগী থেকে বলিউডের অন্যান্য তারকারা।
10/10
আর এক জনপ্রিয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান বরুণ ধবনের ছবি দেখে তাঁকে 'আদর্শ স্বামী' বলে কমেন্টে লেখেন।
Sponsored Links by Taboola