Pooja Batra Birthday: মা ছিলেন ডাকসাইটে সুন্দরী, শুধু রূপ নয়, গুণেও কম যান না পূজা
রূপে-গুণে কম যান না কারও থেকে। ভারতের শীর্ষ মডেল ছিলেন একসময়। সাফল্য পেয়েছেন সিলভার স্ক্রিনেও। তাও পার্শ্বচরিত্র হয়েই থেকে গিয়েছেন পূজা বাত্রা। পুরোদস্তুর নায়িকা হওয়া হয়নি তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউডে মুখ ফেরালেও, বিদেশেও চুটিয়ে অভিনয় করেছেন পূজা। প্রথম বিয়ে ভাঙা থেকে দ্বিতীয় বার সাতপাকে বাঁধা পড়া, সমালোচনা উড়িয়ে দিয়েছেন তুড়ি মেরে। ২৭ অক্টোবর জন্মদিন অভিনেত্রীর।
১৯৯৩ সালে মিস ইন্ডিয়া ইন্চারন্যাশনাল খেতাব জেতেন পূজা। তাঁর মা নীলম বাত্রাও ১৯৭১ সালে মিস ইন্ডিয়া সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেন। তিনি দ্বিতীয় স্থান দখল করেছিলেন। সেই সময় লুধিয়ানার সেরা সুন্দরী হিসেবে বিবেচিত হন তিনি।
অল্প বয়সে গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ ঘটলেও, পড়াশোনা বাদ দেননি পূজা। অর্থনীতিতে স্নাতক পাশ করে এমবিএ করেন তিনি। বিদেশি একটি শ্যাম্পু সংস্থার প্রথম ভারতীয় মুখ হন পূজা। প্রীতি জিন্টা, দীপিকা পাড়ুকোনের আগে বিখ্যাত সাবানের বিজ্ঞাপনেরও মুখ ছিলেন।
১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন পূজা। তব্বু, অনিল কপূর, অমরীশ পুরির মতো অভিনেতার পাশে দাপটের সঙ্গেই অভিনয় করেছিলেন পূজা। তার জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কারও জেতেন।
দীর্ঘ কেরিয়ারে ৩০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন পূজা। তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি হল, ‘তাজ মহল-অ্যান ইটারনাল লভ স্টোরি’, ‘ভাই’, ‘চন্দ্রলেখা’, ‘কহিঁ প্যায়ার না হো জায়ে’। সলমন খান, জ্যাকিশ্রফ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন।
নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে পূজার। হলিউড-বলিউড দুই ক্ষেত্রেই ছবি তৈরি করে ওই সংস্থা। তাঁর সংস্থার ‘কমবখ্ত ইশক’ ছবিটি সাড়া ফেলেছিল। তাতে সিলভেস্টার স্ট্যালোন, ডেনিস রিচার্ডসরা কাজ করেন। নিকোল কিডম্যানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে একটি কাস্টিং এজেন্সিও চালায় তাঁর সংস্থা।
২০০২ সালে আমেরিকার লস অ্যাঞ্জেলসের অর্থপেডিক সার্জন সোনু এস আলুওয়ালিয়ার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন পূজা। আট বছরের দাম্পত্য শেষে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। শোনা যায়, সন্তান-সন্ততি নিয়ে ছাপোষা সংসারে আগ্রহী ছিলেন সোনু। সেই নিয়েই মনোমালিন্য শুরু।
বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন পূজা। বেশ কয়েক বছর পর বলিউড অভিনেতা নবাব শাহের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। ২০০৯ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নবাবের সঙ্গে তাঁর আত্মিক সংযোগ রয়েছে বলে দাবি পূজার।
সমাজসেবার সঙ্গেও যুক্ত পূজা। এইডস নিয়ে কাজ করা মুক্তি ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত তিনি। গৃহহীনদের মাথার উপর ছাদ গড়ে দেওয়া থেকে অপরাধ দমনে বম্বে পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। কাশ্মীর যুদ্ধের প্রবীণ সৈনিকদেরও পাশে দাঁড়ান। পূজার মোট সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৭ লক্ষ ডলার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -