New Song: নতুন প্রেমের গান 'ভালবাসি ঠিক আগের মতোন' নিয়ে হাজির গায়ক চিরন্তন বন্দ্যোপাধ্যায়
সম্প্রতি মুক্তি পেয়েছে জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের নতুন রোম্যান্টিক গান 'ভালবাসি ঠিক আগের মতোন'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচিরন্তনের 'আপটেম্পো সাউন্ড স্টুডিও অরিজিনালস'-এর নতুন গানের ঝড় সিরিজের চতুর্থ গান এটি।
গীতিকার নমিতা বসুর তত্ত্বাবধানে গানটি সুর করেছেন ও গেয়েছেন চিরন্তন নিজেই। মিউজিক ভিডিওয় চিরন্তনের সঙ্গে অভিনয় করেছেন রাজরানী রিয়া।
চিরন্তন ইতিমধ্যে বেশ কিছু বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক ও গায়ক হিসেবে কাজ করেছেন। ছবির কাজ ছাড়াও বাংলা আধুনিক গান নিয়ে অনবরত কাজ করেন চিরন্তন।
ইন্ডাস্ট্রিতে আসা নতুন প্রতিভাদের নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
চিরন্তন বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমার স্টুডিও 'আপটেম্পো সাউন্ড স্টুডিও' থেকে সারা বছর ধরে বিভিন্ন ধারার নতুন গান আমরা তৈরি করব ও সকলের কাছে পৌঁছে দেব।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -