Mamata Banerjee : ফুল চাদরে অজমেঢ় শরিফে প্রার্থনা মমতা-ফিরহাদের, পূর্ণ বহুদিনের সাধ
দিল্লিতে G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে গতকাল যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি দিল্লি থেকে গেলেন রাজস্থানের অজমেঢ় শরিফে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেখানে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ালেন। সেখান থেকে গেলেন পুষ্করে।
সেখানে রয়েছে ব্রহ্মার মন্দির। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে।
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন।
আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, বহুদিন থেকেই তাঁর অজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার ইচ্ছে ছিল। সেই মতো এবার রাজস্থানের অজমেঢ় শরিফ গেলেন তিনি।
দরগায় চাদর চড়ানোর পর সকলের সঙ্গে বাক্য বিনিময় করেন তিনি।
মাথায় চাদর, ফুল, ধূপের ঝুড়ি মন্ত্রী ফিরহাদ হাকিমের মাথায় চাপিয়ে অজমের শরিফে পৌঁছন মমতা।
ফুল, চাদর, ধূপ কেনেন বাইরে। তার পর সেই ঝুড়ি মাথায় তুলে নেন ফিরহাদ। সেই নিয়ে ঢোকেন দরগায়।
শুধুমাত্র মুসলিমদের তীর্থক্ষেত্র নয় অজমেঢ় শরিফ। প্রতিদিন বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। কারণ খোয়াজা মইনউদ্দিন সুফি সাধক ছিলেন।
মঙ্গলবার অজমেঢ় শরিফে মমতাকে দেখতে ভিড় জমে যায়। মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে ভিড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -