Mamata Banerjee : ফুল চাদরে অজমেঢ় শরিফে প্রার্থনা মমতা-ফিরহাদের, পূর্ণ বহুদিনের সাধ

রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন।

Mamata Banerjee : ফুল চাদরে অজমেঢ় শরিফে প্রার্থনা মমতা-ফিরহাদের, পূর্ণ বহুদিনের সাধ

1/10
দিল্লিতে G20 সম্মেলনের প্রস্তুতি বৈঠকে গতকাল যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ তিনি দিল্লি থেকে গেলেন রাজস্থানের অজমেঢ় শরিফে।
2/10
সেখানে খাজা মৈনুন্দিন চিস্তির দরগায় চাদর ও ফুল চড়ালেন। সেখান থেকে গেলেন পুষ্করে।
3/10
সেখানে রয়েছে ব্রহ্মার মন্দির। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যয়ের রাজনৈতিক কর্মসূচিও রয়েছে।
4/10
রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় অজমেঢ় শরিফ থেকে পুষ্কর যাওয়ার ট্রেনের ব্যবস্থা করেছিলেন।
5/10
আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন, বহুদিন থেকেই তাঁর অজমেঢ় শরিফে খাজা মইনুদ্দিন চিস্তির দরগায় যাওয়ার ইচ্ছে ছিল। সেই মতো এবার রাজস্থানের অজমেঢ় শরিফ গেলেন তিনি।
6/10
দরগায় চাদর চড়ানোর পর সকলের সঙ্গে বাক্য বিনিময় করেন তিনি।
7/10
মাথায় চাদর, ফুল, ধূপের ঝুড়ি মন্ত্রী ফিরহাদ হাকিমের মাথায় চাপিয়ে অজমের শরিফে পৌঁছন মমতা।
8/10
ফুল, চাদর, ধূপ কেনেন বাইরে। তার পর সেই ঝুড়ি মাথায় তুলে নেন ফিরহাদ। সেই নিয়ে ঢোকেন দরগায়। 
9/10
শুধুমাত্র মুসলিমদের তীর্থক্ষেত্র নয় অজমেঢ় শরিফ। প্রতিদিন বিভিন্ন ধর্মের হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন। কারণ খোয়াজা মইনউদ্দিন সুফি সাধক ছিলেন।
10/10
মঙ্গলবার অজমেঢ় শরিফে মমতাকে দেখতে ভিড় জমে যায়। মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে হুমড়ি খেয়ে পড়ে ভিড়।
Sponsored Links by Taboola