Prabhas: 'আরও একটা আদিপুরুষ হবে', 'প্রজেক্ট-কে'-র লুক প্রকাশ্যে আসতেই প্রভাসকে তীব্র কটাক্ষ
আদিপুরুষ (Adipurush) নিয়ে চর্চা সবে একটু স্থিমিত হয়েছিল, কিন্তু প্রোজেক্ট কে-র (Project K) ফাস্ট লুক সামনে আসতেই ফের ট্রোলিংয়ের (Trolling) শিকার প্রভাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রভাসের যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে, তাঁর পরণে সুপারহিরোর লোহার পোশাক।
লম্বা চুল ও তীক্ষ্ণ চাহনি সব মিলিয়ে বেশ অন্যরকম দেখাচ্ছে প্রভাসকে। তবে এই লুক তেমন মনে ধরল না নেটিজেনদের। ছবি প্রকাশ্যে আসতেই ট্রোলিংয়ের ঝড়।
নাগ অশ্বিনের (Nag Ashwin)-এর পরিচালিত এই মাইথো-সাই-ফাই-এপিক নিয়ে আকর্ষণ ছিল অনেকদিন থেকেই। ধীরে ধীরে প্রকাশ্যে এসেছে এই ছবির কাস্টিংও। প্রথমবার এই ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে দীপিকাকে
আজ দীপিকার যে লুক প্রকাশ্যে এসেছে তা মনে ধরেছে নেটিজেনদের। তবে প্রভাসের লুক বেশ অন্যরকম।
প্রভাসের এই ছবিতে অনেকে লিখেছেন, 'খুব নিম্নমানের ফটোশপ এটা।' অনেকে আবার সরাসরি বলেছেন, 'প্রভাসের জন্য শুধু শুধু টাকা খরচ করছেন প্রযোজকেরা।' অনেকে আবার লিখেছেন, 'প্রভাস ফুরিয়ে এসেছেন।' তবে এই ছবি বক্সঅফিসে কেমন ব্যবসা করবে সেই উত্তর দেবে সময়। আপাতত মুক্তির অপেক্ষায় এই ছবি।
পরিচালক অশ্বিনের এই ছবিতে প্রভাস ও দীপিকা ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটনি ও বাঙালি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়
আন্তর্জাতিক বিনোদন পত্রিকা 'ভ্যারাইটি'র প্রতিবেদন অনুযায়ী, বহু প্রতীক্ষিত এই কল্পবিজ্ঞান (Sci-Fi) ঘরানার বিগ বাজেট ভারতীয় ছবির প্রথম এক্সক্লুসিভ ঝলক প্রকাশ্যে আসবে 'স্যান দিয়েগো কমিক-কন'-এ (San Diego Comic-Con) উপস্থিত প্রতিভাদের সামনে।
SDCC-র উদযাপন শুরু হবে, বৈজয়ন্তী মুভিজের মাধ্যমে এই ছবির কিছু অংশ অনুরাগীদের সামনে প্রকাশ্যে এনে। আজ প্রকাশ্যে এসেছে 'প্রজেক্ট কে' ছবির এক্সক্লুসিভ ফুটেজ।
২০ জুলাই, 'প্রজেক্ট কে' ছবির গোটা টিমের তরফে একটি প্যানেলের আয়োজন করা হয়েছে। যার নাম 'দিস ইজ প্রজেক্ট কে: ফার্স্ট গ্লিম্পস অফ ইন্ডিয়াস মাইথো-সাই-ফাই-এপিক'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -