Prabhu Deva Birthday: জন্মদিনে অজানা তথ্য, অন্যভাবে চিনুন প্রভু দেবাকে
আজ জন্মদিন জনপ্রিয় কোরিওগ্রাফার, অভিনেতা, পরিচালক প্রভু দেবার। কোরিওগ্রাফি, অভিনয় এবং পরিচালনা, প্রতিটা ক্ষেত্রেই নিজের নিজের বৈশিষ্ঠ বজায় রেখেছেন তিনি। তাঁর জনপ্রিয় সম্পর্কে বলাই বাহুল্য। আজ প্রভু দেবার জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রভু দেবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত ভারতনাট্যম নৃত্যশিল্পী। জানা যায় দুজন পেশাদার নৃত্যশিল্পীর কাছে ভারতনাট্যম শিখেছেন তিনি। তিনি নিজের কেরিয়ারও শুরু করেন ভারতনাট্যম নৃত্যশিল্পী হিসেবে।
খুব অল্প বয়স থেকেই কোরিওগ্রাফি শুরু করেন প্রভু দেবা। টিনএজ বয়স থেকে তিনি কোরিওগ্রাফি করা শুরু করেন বলে শোনা যায়। কিন্তু অফিশিয়ালি ১৯৮৯ সালে কমল হাসান অভিনীত ছবি দিয়ে ডেবিউ করেন তিনি।
অনেকেরই জানা নেই, প্রভু দেবা জটিল অসুখেও আক্রান্ত হন। জানা যায়, তাঁর স্পন্ডিলাইটিসের সমস্যা রয়েছে। তাই ঘাড়ে খুব বেশি চাপ দিতে পারেন না তিনি।
বেশ কয়েক বছর আগে সিঙ্গাপুরে নিজের ডান্স অ্য়াকাডেমি খোলেন প্রভু দেবা। জানা যায়, বেশ কিছু বছর আগে নৃত্য প্রশিক্ষণের জন্য বেশ ক্ষতির সম্মুখীন হন তিনি। কিন্তু তারপরও নাচের প্রতি তাঁর নেশা, নাচ শেখানোর প্রতি তাঁর নেশা যায়নি। তাই নিজের অ্যাকাডেমি খুলে ফেলেন।
কোরিওগ্রাফির পাশাপাশি বহু ছবিতে অভিনয় করেছেন প্রভু দেবা। কখনও অ্যাকশন, কখনও সিরিয়াস আবার কখনও কমেডি ছবিতে অভিনয় করেন তিনি।
মাইকেল জ্যাকশনের প্রতি অফুরন্ত শ্রদ্ধা রয়েছে প্রভু দেবার। চেন্নাই বিশ্ববিদ্যালয়ে মাইকেল জ্যাকশনের একটি ১২ ফুটের মূর্তি উন্মোচন করেন তিনি।
প্রথম স্ত্রী রামলথের সঙ্গে লভ ম্যারেজ হয় প্রভু দেবার। কিন্তু ১৬ বছরের বিবাহিত জীবনে ইতি টানেন তাঁরা। পরবর্তীকালে হিমানি সিংহকে বিয়ে করেন তিনি।
শোনা যায়, দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে সম্পর্কে ছিলেন প্রভু দেবা। প্রায় ৩ বছর সম্পর্কে থাকার পর অত্যন্ত তিক্ততার সঙ্গে তাঁদের বিচ্ছেদ হয়।
বলিউডেও বহু কাজ করেছেন প্রভু দেবা। তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -