Pradhan Premiere: তারকাখচিত প্রিমিয়ার পার্টির পরে দেবের জন্মদিন উদযাপন, কেমন হল 'প্রধান'-পার্টি?
মুক্তি পেল দেব অভিনীত 'প্রধান'। প্রিমিয়ারে হাজির রইলেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অন্যান্য কলাকুশলীরাও। এদিন রুক্মিণী মৈত্রের সঙ্গে পার্টিতে আসেন দেব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাজির ছিলেন আবির চট্টোপাধ্যায় ও প্রযোজক অতনু রায়চৌধুরী। এদিন প্রিয়া সিনেমায় ছিল কার্যত তারকাদের মেলা।
কয়েকটা দিন পেরলেই দেবের জন্মদিন। প্রত্যেক বছরই জন্মদিনের আগে ছবি মুক্তির ব্যস্ততায় কাটে দেবের।
এদিন প্রিমিয়ারের শেষের পরে দেবের জন্য আনা হয়েছিল কেক। সেটা কেটেই আগাম জন্মদিন পালন করেন দেব।
এই ছবিতে সঙ্গীতের দায়িত্ব ছিল অনুপমের কাঁধে। এদিন প্রিমিয়ারে হাজির ছিলেন তিনিও।
এই ছবিতে দেবের চরিত্রের নাম হয়েছে দীপক প্রধান। একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। দেবের মতোই একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন সোহম। ট্রেলারে সোহমকে দেখা গেল দেবকে দাদা বলে সম্বোধন করতে.. যেন তাঁরই আদর্শে দিক্ষীত তিনি।
পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনয় করেছেন একজন শিক্ষকের, যাঁর কাছে সবচেয়ে বড় হল আদর্শ। মমতাশঙ্কর রয়েছেন তাঁর স্ত্রী-এর ভূমিকায়। ছেলের কাছ থেকে অপমানিত হয়ে নিজেরাই জীবন চালানোর সিদ্ধান্ত নেন তাঁরা। তবে পদে পদে বাধা আসতে থাকে।
বৃদ্ধ শিক্ষক পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্কুলে হামলা চালানো থেকে শুরু করে তাঁকে হুমকি দেওয়া... বিভিন্ন বাধা-বিপত্তি এসে উপস্থিত হয়। আর এই পরিস্থিতিতেই ধর্মপুরে বদলি হয়ে আসেন দীপক প্রধান। একজন সৎ চরিত্রের পুলিশ অফিসার। সমস্ত বেআইনি কাজকর্ম রুখতে যেন বদ্ধপরিকর তিনি
ছবির পর্দায় গা শিরশিরে ভিলেনকে যখন নায়ক শায়েস্তা করে.. তখন দর্শকদের মনেও যেন এক অনাবিল আনন্দ হয়। ওই কয়েক ঘণ্টায় মানুষ বিশ্বাস করতে শুরু করেন, অন্যায়ের ওপর ন্যায়ের জয় হয় সবসময়।
এই ছবির ট্রেলার শুরু হয়েছে সৌমিতৃষা ও দেবের সমীকরণ দিয়ে। এই প্রথম বড়পর্দায় পা রাখছেন সৌমিতৃষা ও দেবের বিপরীতে। এই ছবির নিয়ে তাই 'মিঠাই' অনুরাগীদেও এক আলাদা উন্মাদনা রয়েছে। ট্রেলারে দেব ও সৌমিতৃষার যে মিষ্টি সমীকরণ দেখা গিয়েছে, তাতে দর্শকেরা আরও উৎগ্রীব এই জুটিকে বড়পর্দায় দেখার জন্য
প্রিমিয়ারে হাজির ইশা, এছাড়াও ছিলেন মমতাশঙ্কর, কনিনীকা ও অন্যান্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -