Alia Bhatt: গাঢ় বাদামী ড্রেসে সুন্দরী আলিয়া, নয়া লুকে কাড়লেন নজর
হবু মা আলিয়া ভট্ট সম্প্রতি ক্যামেরাবন্দি হলেন পাপারাৎজিদের। বেবিবাম্প ফ্লন্ট করে নিজেও পোস্ট করলেন ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপাতত 'ব্রহ্মাস্ত্র' ছবির প্রচারে ব্যস্ত আলিয়া ভট্ট। সঙ্গী অবশ্যই রণবীর কপূর, অয়ন মুখোপাধ্যায়।
সম্প্রতি তিনি 'মেটার্নিটি স্টাইল'-কে আপন করেছেন। তাতেও আলিয়ার স্টাইল নজরকাড়া।
আলিয়া ভট্ট এদিন পরেছিলেন মিষ্টি একটা গাঢ় বাদামী রঙের ড্রেস। 'ব্রহ্মাস্ত্র' ছবির নতুন গান 'দেবা দেবা'র লঞ্চ ইভেন্টে দেখা গেল।
ছবিগুলি পোস্ট করে আলিয়া ক্যাপশনে লেখেন, 'দেবা দেবা দেখতে একেবারে প্রস্তুত প্রেস... এবং আমার ছোট্ট ডার্লিং-এর সঙ্গে'।
মালাইকা অরোরা খান তাঁর পোস্টে কমেন্ট করে লেখেন, 'বাম্পটা তোমাকে মানাচ্ছে।'
নীনা গুপ্তা লেখেন, 'গর্ভাবস্থাতেও তোমার পোশাকের পছন্দ ভীষণ ভাল লাগে। খুব ক্লাসি। দুর্দান্ত।'
সদ্য মুক্তি পেয়েছে আলিয়া, শেফালি শাহ ও বিজয় বর্মা অভিনীত 'ডার্লিংস'।
আলিয়ার প্রযোজনায় প্রথম ছবি 'ডার্লিংস' বেশ প্রশংসাও পাচ্ছে।
এরপর তাঁকে রণবীরের সঙ্গে দেখা যাবে 'ব্রহ্মাস্ত্র'-তে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -