Dream: স্বপ্নে মাছ দেখছেন? কী ঘটতে পারে আপনার সঙ্গে?
অনেকেই বলে থাকেন, তিনি হামেশাই মাছের স্বপ্ন (Dream About Fish) দেখেন। বহু মানুষ মাছের স্বপ্ন দেখে ভয়ও পেয়ে যান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআবার মনে প্রশ্নও জাগে যে, মাছের স্বপ্ন দেখার মানে কী? এর মধ্যে কি কোনও শুভ ইঙ্গিত রয়েছে নাকি অশুভ কোনও আশঙ্কা?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কোনও ব্যক্তি স্বচ্ছ্ব জলে মাছকে সাঁতার কাটতে দেখেন, তাহলে তার অর্থ শুভ। সেই ব্যক্তির অর্থযোগ রয়েছে অথবা, সেই ব্যক্তি কোনও ক্ষমতা পেতে পারেন।
তা কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধিও হতে পারে। আবার কেউ যদি জলের উপরদিকে মাছ ঘুরে বেড়াতে দেখেন, তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা, সম্পত্তি এবং সুখের ইঙ্গিত রয়েছে।
তাঁরা আরও জানাচ্ছেন, সাধারণত মাছকে জলে ঘুরে বেড়াতে দেখা আসলে ব্যক্তিগত জীবনে উন্নতির ইঙ্গিত। আবার গভীর জলে মাছের ঘোরাফেরা কিংবা কাদা জলে মাছের ঘোরাফেরার মানে কিন্তু আলাদা। এর অর্থ হিসেবে বিশেষজ্ঞদের মত, সেই ব্যক্তি বর্তমানে কোনও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, মাছ খাওয়ার স্বপ্ন দেখারও আলাদা মানে রয়েছে। মাছ খাওয়ার স্বপ্ন খুব একটা শুভ ইঙ্গিত নয়।
বরং, সমস্যার দিকগুলোই তুলে ধরে। মাছ ধরার স্বপ্ন দেখা বেশ শুভ লক্ষণ। এর অর্থ চাকরি পাওয়া অথবা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। মৃত মাছের স্বপ্ন দেখার অর্থ কোনও খারাপ কিছু ঘটতে চলেছে তাঁর সঙ্গে।
স্বপ্ন (Dream) আমরা কত কীই না দেখি। বিশেষজ্ঞরা জানান, স্বপ্ন তো আসলে আমাদের জেগে থাকাকালীন চিন্তাভাবনারই অবচেতন মনে প্রতিফলন।
সারাদিন আমরা যা কিছু নিয়ে চিন্তা করি, যা কিছু চোখের সামনে দেখি, তার অনেকটাই প্রভাব ফেলে আমাদের মনে। ঘুমের মধ্যে অবচেতন মনে সেই সমস্ত কিছুরই প্রতিফলন ঘটে।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞর সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -