Wrong Milanti Premier: হাসি মজার মোড়কে খুলবে প্রেমের জট, আসছে 'Wরং মিলান্তি', হয়ে গেল প্রিমিয়ার
'ভাই হারালে ভাই পাওয়া যায় না, বউ হারালে বউ কি পাওয়া যায়?' প্রেমের জটিলতা এবং সেই জট ছাড়াতে গিয়ে দেদার হাসি মজা হুল্লোড় নিয়ে হাজির 'Wরং মিলান্তি'। হয়ে গেল ওয়েব সিরিজের প্রিমিয়ারও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন ধরনের এই ওয়েব সিরিজ নিয়ে এসেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'ক্লিক'। কী নিয়ে সিরিজের গল্প? কাদের দেখা যাবে অভিনয় করতে?
শিলিগুড়ির ছাপোষা ভাল ছেলে সূর্য। চাকরি করছে, ভাল টাকা আয় করছে, বাবা মাকে সুখে রাখছে। কিন্তু জীবনে তার একটাই সমস্যা, সে মেয়ে পাচ্ছে না বিয়ে করার মতো। পাচ্ছে না বলাটা হয়তো ভুল কারণ এর আগে ৬৭টা বিয়ে বাতিল হয়েছে তার।
আর এই বিয়ে ভেস্তে দেওয়ার নেপথ্যে প্রধান কারিগর ওর বন্ধু শাওন। দুই বন্ধুর 'ব্যাচেলর' জীবন শেষ হয়ে যাওয়ার ভয়ে সে কিছুতেই বিয়ে করতে দিতে চায় না সূর্যকে। নিজেও কোনওদিন প্রেম করেনি। ঠিক করে নিয়েছে সূর্যকেও করতে দেবে না।
অন্যদিকে কার্শিয়াঙে তখন জাঁদরেল পুলিশ অফিসার কর্নেল সেনগুপ্ত কলকাতা থেকে ফিরিয়ে নিয়ে এনেছেন বড় মেয়ে হিয়াকে। বাবার কথায়, মেয়ে পড়াশোনার নাম করে গেছে তো গেছে আর ফেরার নাম নেই।
বিয়ের চিন্তা শুরু হয়েছে বাবার। একের পর এক ছেলে দেখছে আর একের পর এক ছেলেকে বাতিল করেই চলেছে হিয়া।
সবশেষে পাকা দেখা ঠিক হল সূর্য আর হিয়ার। কিন্তু হিয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই এই বিয়েটা করার। ওদিকে শাওন চেষ্টায় আছে কীভাবে ভাঙা যায় বিয়েটা।
এদিকে সূর্য প্রথম দেখায় ভালবেসে ফেলেছিল হিয়ার ছোট বোন ঝিলিককে। কিন্তু পরে যখন জানতে পারে ঝিলিক মেয়ে নয়, মেয়ে আসলে হিয়া তখন ঝিলিক বাদে আবার হিয়ার প্রেমে পড়ে যায় তৎক্ষণাৎ।
৬৭টা বিয়ে ভেস্তে যাওয়ার পর সূর্যর জীবনে এখন দুটো মানদণ্ডই রয়ে গেছে। বিয়ের জন্য, জীবিত এবং মেয়ে হলেই চলবে তার।
কিন্তু গল্পের ট্যুইস্ট এখানেই থামে না। আসল সমস্যা শুরু হয় যখন ধীরে ধীরে শাওন পড়ে হিয়ার প্রেমে। তারপর? বন্ধুত্ব না প্রেম, কোনটা বাঁচাবে সে?
এই সিরিজের কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে শুভাঞ্জন বসু। অভিনয় করতে দেখা যাবে সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেবকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -