Irrfan Khan Death Anniversary: ছোট পর্দা থেকে হলিউড পাড়ি, চলে যাওয়ার এক বছরে ফিরে দেখা ইরফানকে
ঠিক এক বছর আগে দিকশূন্যপু্রের দিকে যাত্রা করেছিলেন তিনি। গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। কোলন সংক্রমণের জেরে মৃত্যু হয় তাঁর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই মৃত্যু শুধু তাঁর পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি নয়। বরং এই মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা চলচ্চিত্র জগতকে। বলিউডের অন্যতম নক্ষত্র ছিলেন তিনি। তবে শুধু বলিউডই নয়, হলিউডেও নিজের জায়গা তৈরি করেছিলেন ইরফান খান। অনুরাগীদের কথায় তাঁর অভিনয় যেন জীবনের মতো।
১৯৮৮ সালে সালাম বম্বে ছবির হাত অভিনয়ে হাতে খড়ি তাঁর। শুধু সিনেমাই নয়, একাধিক সিরিয়ালেও অভিনয় করেছেন লাইফ ইন আ মেট্রোর অভিনেতা।
২০০৪ সালে মাকবুল ছবিতে অভিনয় তাঁর জীবনের মোড় ঘুরে যায়। শেক্সপিয়ারের ম্যাকবেথ অবলম্বনে তৈরি হয় এই ছবি। ছবিতে ছিলেন তাব্বু এবং পঙ্কজ ত্রিপাঠি।
হিন্দি মিডিয়াম ছবির অভিনেতা আরও একাধিক ছবিতে অভিনয় করেন। যার মধ্যে আছে দ্য লাঞ্চ বক্স, দ্য নেমশেক, পান সিংহ তোমর, পিকু, হায়দারের মতো সিনেমা। কাজ করেছেন বেশ কিছু বাংলা চলচ্চিত্রেও।
বলিউড ছাড়ও একাধিক হলিউড ছবিতে অভিনয় করেন ইরফান। যার মধ্যে রয়েছে দ্য আমেজিং স্পাইডার ম্যান, লাইফ অব পাই, জুরাসিক ওয়ার্ল্ড, ইনফার্নো, স্লামডগ মিলিওনিয়র।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে একধিক পুরস্কার পেয়েছেন ইরফান। এমনকী মরণোত্তর পর্বেও সম্মান জানানো হয় ইরফানকে। জাতীয় পুরস্কার, এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন ইরফান।
২০১১ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ইরফান খানকে। ২০২১ সালে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় অভিনেতাকে।
ছোট চরিত্র থেকে হলিউডের যাত্রা মোটেই সহজ ছিল না। নানা চড়াই উৎরাই পেরিয়েছেন তিনি।
বাবার পথ অনুসরণ করে এবার চলচ্চিত্র জগতে পা রাখতে চলেছেন অভিনেতার ছেলে বাবিল। অনুষ্কা শর্মা প্রযোজিত কালা ছবিতে দেখা যাবে তাঁকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -