Hollywood Diwali Celebrations: আলোর উৎসবে শামিল হলিউড, দীপাবলি পার্টিতে ভারতীয় সাজে প্রিয়ঙ্কা-নিক, ভাসুরের পরনেও কুর্তা-পাজামা
ময়ানগরী থেকে বেভারলি হিলস পাড়ি দিয়েছেন ঢের আগেই। হলিউডে পৃথক পরিচিতি গড়ে তোলার পাশাপাশি, লস অ্যাঞ্জেলসে সংসারও পেতেছেন প্রিয়ঙ্কা চোপড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই সঙ্গে পশ্চিমি দুনিয়ায় ভারতীয় সংস্কৃতিকেও জনপ্রিয় করে তুলেছেন প্রিয়ঙ্কা। দূরে থাকলেও, সেখানেই দেশের যাবতীয় পুজো-পরব পালন করেন। শ্বশুরবাড়ির লোকজনকেও তাতে শামিল করেন।
এবার দীপাবলি পার্টিতেও সেই ছবিই ধরা পড়ল। হলিউডের বন্ধু-বান্ধবদের জন্য দীপাবলি পার্টির আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা এবং তাঁর স্বামী নিক জোনাস।
একেবারে সাবেকি পোশাকেই পার্টিতে হাজির হন প্রিয়ঙ্কা এবং নিক। হাতে হাত রেখে ক্যামেরার সামনে ধরা দেন তারকা দম্পতি।
দীপাবলি পার্টিতে প্রিয়ঙ্কার পরনে ছিল সিলভার সিক্যুইনড লেহঙ্গা এবং মেরুন রংয়ের চোলি। সঙ্গে মেরুন ওড়না। সিঁথিভর্তি সিঁদুর এবং কপালে টিপও ছিল।
নিক পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। তার উপর বেবি পিঙ্ক রয়ের এমব্রয়ডারি করা জ্যাকেট। অতিথি আপ্যায়ন করতে দেখা যায় তাঁদের।
তবে শুধু স্বামী-স্ত্রীই নন, অতিথি থেকে শ্বশুরবাড়ির লোকজনকেও ভারতীয় পোশাকই পরান প্রিয়ঙ্কা।
দীপাবলি পার্টিতে দেখা যায় নিকের দাদা জো জোনাসকেও। গাঢ় নীল রয়ের সিক্যুইনড কুর্তা এবং নীল রংয়ের পাজামা।
নিক এবং তাঁর দুই দাদা, জো এবং কেভিন জোনাস ‘জোনাস ব্রাদার্স’ ব্যান্ডের সদস্য। ছোট বয়সেই ওই ব্যান্ডের সূচনা করেন তাঁরা। বিশ্বজোড়া খ্যাতি তাঁদের।
এই মুহূর্তে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন জোনাসরা। অভিনেত্রী সোফি টার্নারের সঙ্গে বিবাহবিচ্ছেদ মামলা চলছে জো-র। এই সময় গোটা পরিবার জো-র পাশে রয়েছে। দীপাবলি পার্টিতেও সেই ছবিই ধরা পড়ল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -