IND vs NZ: টুর্নামেন্টের শেষ দল হিসেবে শেষ চারে জায়গা পাকা, এক নজরে নিউজিল্যান্ডের রোড টু সেমিফাইনাল
বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে ছিল কিউয়ি শিবির। প্রথম ম্যাচেই তাঁরা গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে দেয়। শতরান হাঁকান তরুণ ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল কিউয়িরা। পাঁচ উইকেট নিয়েছিলেন মিচেল স্যান্টনার।
টুর্নামেন্টে কিউয়িরা নিজেদের তৃতীয় জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই ম্যাচে ৮ উইকেট জয় ছিনিয়ে নেয় কিউয়িরা।
আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে টানা নিজেদের চতুর্থ জয় ছিনিয়ে নিয়েছিল কেন উইলিয়ামসনের দল। ১৪৯ রানে আফগানদের হারিয়ে দিয়েছিল তারা।
তবে নিউজিল্যান্ডকে প্রথমবার হারতে হয় ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচেই দুর্দান্ত বোলিং করে পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ শামি।
এরপরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হার। রাচিন রবীন্দ্রর দুর্দান্ত ব্যাটিং সত্ত্বেও ম্যাচে ৫ রানে হেরে যায় ব্ল্যাক ক্যাপসরা
প্রোটিয়া শিবিরের বিরুদ্ধেও হারতে হয় বোল্টদের। ১৯০ রানের বিশাল ব্যবধানে হার রান রেটেও কিছুটা চাপে ফেলে দেয় কিউয়িদের।
টুর্নামেন্টে নিজেদের টানা চতুর্থ হার আসে নিউজিল্যান্ডের পাকিস্তানের বিরুদ্ধে। চারশোর ওপর রান বোর্ডে তুলে নিয়েছিল কিউয়িরা। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি এল এস মেথডে ২১ রানে হারতে হয় নিউজিল্যান্ডকে।
নিজেদের গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল কিউয়িদের শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই ম্যাচে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে রান রেটে অনেকটা এগিয়ে যাওয়ায় লক্ষ্য ছিল। সেই মতই লঙ্কা বাহিনীকে প্রথমে ১৭১ রানে অল আউট করে শেষে ২৪ ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় কিউয়িরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -