Priyanka Chopra: মেয়ের জন্মদিনে ভক্তিভাবে উদ্বেল, মালতীকে নিয়ে মন্দিরে প্রিয়ঙ্কা-নিক
বিদেশে সংসার পেতেছেন। খাস হলিউডে বড় করছেন মেয়েকে। কিন্তু ভারতীয় সংস্কৃতিকে ভোলেননি প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রিয়ঙ্কা নিজেই নন শুধু, স্বামী নিক জোনাসও ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। বাড়ির পুজোয় অংশ নেওয়া থেকে মন্দিরে ঈশ্বরের দর্শন, কিছুই বাদ দেন না। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
মেয়ে মালতী মেরি জোনাসকেও ভারতীয় সংস্কৃতিতেই বড় করছেন প্রিয়ঙ্কা এবং নিক। এর আগে গণেশ পুজোয় মালতীকে সনাতনী সাজে দেখা গিয়েছিল। দু’বছরের জন্মদিনে মালতীকে নিয়ে মন্দিরে গেলেন প্রিয়ঙ্কা এবং নিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সোমবার দু’বছর পূর্ণ করল মালতী। সেই উপলক্ষে এলাহি আয়োজন ছিলই। পরিবারের সকলে একছাদের নিজে জড়ো হয়েছিলেন। একদিন আগেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন নিক। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
এবার মেয়ের জন্মদিনে মন্দিরে যাওয়ার ছবি পোস্ট করলেন প্রিয়ঙ্কা। সেখানে প্রিয়ঙ্কা, নিক, মালতীর পাশে প্রিয়ঙ্কার মা মধু চোপড়াকেও দেখা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
একটি ছবিতে মালতির গলায় পেল্লাই আকারের একটি মালাও দেখা গিয়েছে। মালতীর উচ্চতার চেয়ে মালাটি বড়ই ছিল। তবে সানন্দে সেই মালা পরে থাকতে দেখা গিয়েছে মালতীকে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
মেয়ের জন্মদিনের পার্টির কিছু ছবিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কা। সেখানে আবার পশ্চিমি সাজেই দেখা গিয়েছে মালতীকে। চোখে গগলস, মাথায় মুকুট পরে মধ্যমণি হয়ে উঠেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
তবে ত্রয়ীর মন্দিরযাত্রাই সকলের নজর কেড়েছে। নিক জোনাসের মতো তারকা মন্দিরে গিয়ে, পুজো-অর্চনায় অংশ নিচ্ছেন, নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাঁদের অনুরাগীরা।
২০২২ সালে সারোগেসির মাধ্যমে প্রিয়ঙ্কা এবং নিকের জীবনে আসে মালতী। তবে জটিলতার জেরে প্রথম ১০০ দিন হাসপাতালেই কাটে একরত্তির। প্রিয়ঙ্কা এবং নিকও সেই সময় হাসপাতালেই ছিলেন মেয়ের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সেই অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে পরে প্রিয়ঙ্কা জানান, প্রত্যেক পরিবারকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। মেয়ের লড়াইকেও কুর্নিশ জানিয়েছিলেন প্রিয়ঙ্কা। মালতীর আগমনে তাঁদের জীবন পাল্টে গিয়েছে বলে জানিয়েছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -