Laxmi Devi: শঙ্খ থেকে কড়ি, বৃহস্পতিবার এই নিয়ম মানলেই তুষ্ট হন লক্ষ্মী দেবী
মা লক্ষ্মীকে সমৃদ্ধির দেবী বলা হয়। লক্ষ্মীবারে মা লক্ষ্মীকে স্মরণ করে যদি কিছু নিয়ম পালন করা হয় তাহলে আর্থিক সমৃদ্ধি আসে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। এইদিন ভক্তিভরে দেবীর আরাধনা করলে সংসারে সুখ-শান্তি আসে।
বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর পুজো সময় সেই শাঁখ বাজাতে হবে। যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শাঁখ থাকে, তাহলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সবসময় আপনার পরিবারের বজায় থাকবে।
ঠাকুরঘরে লক্ষ্মী দেবীর আসনের পাশে একটি শাঁখ রাখতেই হবে।
দক্ষিণাবর্ত শাঁখটি রাখতে হবে নির্দিষ্ট নিয়মে। একটি পরিষ্কার রূপোর পাত্রে উজ্জ্বল লাল বা হলুদ বা সাদা কাপড়ের উপর এই দক্ষিণাবর্ত শাঁখ রাখুন।
লক্ষ্মীর আসনে বা সামনে পাঁচটি কড়ি রাখুন। দেবীর কৃপা পাবেন। প্রতিদিন স্নানের পর যদি গায়ত্রী মন্ত্র জপ করা যায় তাহলে মা লক্ষ্মী প্রসন্ন হন।
প্রতিদিন সম্ভব না হলে প্রতি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার আগে স্নান করে এক মালা গায়ত্রী মন্ত্র জপ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -