Priyanka Chopra: 'বাড়তি চাপ তৈরি হয়'.. তবু এই অভ্যাসটি ছাড়তে পারেন না প্রিয়ঙ্কা!
Priyanka Chopra on her Habit: তবে সদ্য, ছবির সেটে নিজের একটি অভ্যাসের কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। শুধু তাই নয়, প্রিয়ঙ্কা যে এই অভ্যাস নিয়ে কতটা গর্বিত, সেটাও তিনি জানিয়েছেন।
প্রিয়ঙ্কা যে এই অভ্যাস নিয়ে কতটা গর্বিত, সেটাও তিনি জানিয়েছেন
1/10
বলিউড থেকে হলিউড.. নিজের কেরিয়ারকে যত্নে গুছিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ঝড়ঝাপটা এসেছে ঠিকই, কিন্তু তিনি শক্ত হয়ে দাঁড়িয়ে থেকেছেন, ফের ঘুরে লড়াই করেছেন।
2/10
তবে সদ্য, ছবির সেটে নিজের একটি অভ্যাসের কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। শুধু তাই নয়, প্রিয়ঙ্কা যে এই অভ্যাস নিয়ে কতটা গর্বিত, সেটাও তিনি জানিয়েছেন।
3/10
অনেক অভিনেতা অভিনেত্রীরই ফ্লোরে বিভিন্ন অভ্যাস থাকে। কেউ সময়ের আগে আসতে পছন্দ করেন, কেউ আবার ফ্লোরে কিছুই খান না। এই অদ্ভূত সব অভ্যাসের মধ্যে প্রিয়ঙ্কার কোন অভ্যাসটি রয়েছে?
4/10
প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিনি কখনোই প্রস্তুতি না নিয়ে ফ্লোরে আসেন না। এটা তাঁর একেবারে অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে এতদিন কাজ করে করে।
5/10
প্রিয়ঙ্কার কথায়, 'আমি জানি ফ্লোরে আরও ৩০০ জন লোক রয়েছে যাঁরা আমার ওপরেই নির্ভরশীল। আমি একটা দৃশ্যে ঠিক করে অভিনয়টা করলে তবেই তাঁরা পরের দৃশ্যে যেতে পারবে। কাজেই আমায় দায়িত্বশীল হতে হয়।'
6/10
প্রিয়ঙ্কা আরও জানিয়েছেন, সবসময়ে একরকমভাবে ফ্লোরে তৈরি হয়ে যাওয়া সম্ভব হয় না। মাঝে মাঝে এটা বাড়তি চাপের মতোই মনে হয়। তবু প্রিয়ঙ্কা এই অভ্যাস পরিত্যাগ করতে চান না।
7/10
আপাতত হলিউডে নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। জন সিনার সঙ্গে একটি অ্যাকশন কমেডিতে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়াকে।
8/10
এর আগে, বছরের শুরুর দিকেই একটি নতুন ছবির শ্যুটিং শেষ করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি রয়েছে তাঁর গানের কেরিয়ারও। প্রিয়ঙ্কা প্লেব্যাকও করেছেন একাধিক।
9/10
শোনা যায়, একটা সময়ে বলিউডে একঘরে হয়ে পড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক ছবির কাজ তাঁর হাত থেকে চলে যাচ্ছিল।
10/10
এরপরেই হলিউডে পাড়ি দেন প্রিয়ঙ্কা, সেখানে গিয়েও লম্বা লড়াই ছিল প্রিয়ঙ্কার। আপাতত হলিউডেই নিজের থিতু কেরিয়ার তৈরি করেছেন প্রিয়ঙ্কা।
Published at : 29 Aug 2024 09:09 PM (IST)