Priyanka Gourav: বড়পর্দার পরে ওয়েব সিরিজে গৌরব-প্রিয়ঙ্কা, থাকছেন ইন্দ্রাণী, উষসীরাও
Priyanka Gourav Web Series: এবার ওয়েব সিরিজে পর্দা ভাগ করে নেবেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder) আর উষসী চক্রবর্তী (Ushashie Chakraborty)।
এবার ওয়েব সিরিজে পর্দা ভাগ করে নেবেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder) আর উষসী চক্রবর্তী (Ushashie Chakraborty)।
1/10
ফের একসঙ্গে পর্দাভাগ করবেন জুন আন্টি আর শ্রীময়ী? আর আবার সেই বিবাহ বহির্ভূত সম্পর্কের গল্প!
2/10
তাহলে কি ছোটপর্দায় ফিরছে শ্রীময়ী? নাহ.. বিষয়টা একটু অন্যরকম। এবার ওয়েব সিরিজে পর্দা ভাগ করে নেবেন ইন্দ্রাণী হালদার (Indrani Halder) আর উষসী চক্রবর্তী (Ushashie Chakraborty)।
3/10
ইন্দ্রনীল রায়চৌধুরীর পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ 'ছোটলোক'। চেরিপিক্স মুভিজ প্রাইভেট লিমিটেড অ্যান্ড ফ্লিপবুক (Cherrypix Movies Pvt. Ltd. and Flipbook)-এর প্রযোজনায় আসবে এই সিরিজ।
4/10
এই গল্পের শুরু একটি বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে। এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয় এক সুন্দরী আকর্ষণীয় মহিলার।
5/10
কিন্তু সেই নারীর কোনও এক অন্ধকার অতীত রয়েছে। তার সঙ্গে জড়িয়ে রয়েছে একটা খুনের ঘটনা!
6/10
কী সেই রহস্য। সম্পর্ক ও রহস্যের গল্পে এগিয়ে যাবে এই ছবির গল্প।
7/10
এই সিরিজে দেখা যাবে প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar), ইন্দ্রাণী হালদার (Indrani Halder), উষসী রায় (Ushashi Ray), দামিনী বসু (Damini Basu), গৌরব চক্রবর্তী (Gourav Chakraborty) প্রতীক দত্ত (Pratik Dutta)-কে।
8/10
এছাড়াও দেখা যাবে, ' জিৎ সুন্দর চক্রবর্তী (Jeet Sundor Chakraborty), উষসী চক্রবর্তী (Ushashie Chakraborty), লোকনাথ দে (Loknath Dey)-কে।
9/10
এছাড়াও রয়েছেন, দেবেশ চট্টোপাধ্যায় (Debesh Chattyopadhyay), সুমিত সমাদ্দার (Sumit Samaddar), তপস্যা দাশগুপ্ত (Tapasya Dasgupta)।
10/10
'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর পরে এই ওয়েব সিরিজে দেখা যাবে উষসীকে।
Published at : 15 Dec 2022 04:17 PM (IST)