Priyanshu Chatterjee Birthday: জন্মদিনে 'তুম বিন' অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের অজানা তথ্য
আজ জন্মদিন বলিউড অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের। বলিউড ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করলেও, একাধিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০১ সালে মুক্তি পায় বলিউড ছবি 'তুম বিন'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পাওয়া এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়ের।
'তুম বিন' ছবিটি বক্স অফিসে দারুণ ব্যবসা করলেও, তারপর সেভাবে দেখা যায়নি তাঁকে।
অভিনয় জীবন শুরু করার আগে মডেলিং করতেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। উদিত নারায়নের মিউজিক ভিডিওতেও দেখা গিয়েছে তাঁকে।
প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে 'দিল কা রিস্তা', 'ভূতনাথ', 'বাদশাহো' এবং আরও অনেক বলিউড ছবিতে। ছোটখাটো চরিত্রে অভিনয় করে প্রশংসিতও হয়েছেন।
শুধু বলিউডেই নয়, বেশ কিছু বাংলা ছবিতেও অভিনয় করেছেন প্রিয়াংশু চট্টোপাধ্যায়। জিৎ, হৃষিতা ভট্ট অভিনীত 'বিধাতার লেখা' ছবি দিয়ে প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করেন।
পরবর্তীকালে 'মনের মানুষ', 'ভোরের আলো', 'শঙ্খচিল', 'ইতি মৃণালিনী' এবং আরও অনেক ছবিতে কাজ করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তের মতো অভিনেতাদের সঙ্গে।
'হেট স্টোরি থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে। 'বাদশাহো' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।
সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়। নানা ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।
অভিনেতা প্রিয়াংশু চট্টোপাধ্যায়কে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -