Probhash-Kriti: প্রভাসের হাতে হাত রেখে 'আদিপুরুষ'-এর মঞ্চে এলেন কৃতি, উচ্ছসিত অনুরাগীরা
Probhash-Kriti: টিজার লঞ্চ অনুষ্ঠানে চোখে পড়ল নায়ক নায়িকার রসায়ন। এদিন টিজার লঞ্চের মঞ্চে হাজির ছিলেন দুই তারকাই।
প্রভাস-কৃতি
1/10
হালকা পিচরঙা ঝলমলে লেহঙ্গা, খোলা চুল, 'আদিপুরুষ'-এর টিজার লঞ্চ অনুষ্ঠানে ঝলমল করছিলেন অভিনেত্রী কৃতি শ্যানন। আর তাঁর পাশেই সাদা লম্বা কুর্তায় প্রভাস। ছবির নায়ক।
2/10
টিজার লঞ্চ অনুষ্ঠানে চোখে পড়ল নায়ক নায়িকার রসায়ন। এদিন টিজার লঞ্চের মঞ্চে হাজির ছিলেন দুই তারকাই।
3/10
রামের বেশে প্রভাস (Prabhas), নজর কাড়ল সেফ আলি খান (Saif Ali Khan)-এর লুকও। মুক্তি পেল ওম রাউত (Om Raut) পরিচালিত 'আদিপুরুষ' ছবির টিজার।
4/10
এই ছবিতে রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস (Prabhas)। জানকির ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে। লঙ্গেশের ভূমিকায় দেখা যাবে সেফ আলি খান (Saif Ali Khan)-কে। লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন সানি সিংহ (Sunny Singh)।
5/10
আজ 'আদিপুরুষ'-এর টিজারে প্রকাশ্যে আসার পরেই নেটদুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে এই ছবির গ্রাফিক্স বা ভিএফএক্সের (VFX) কাজ নিয়ে। অনেকের মতেই, ভিএফএক্সের কাজ নিয়ে মানুষের অনেক আশা ছিল।
6/10
অনেকের মতে, যেখানে পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে রামায়ণের মতো লার্জার দ্যান লাইফ গল্পকে, সেখানে গ্রাফিক্সের কাজ হওয়া উচিত ছিল আরও ক্ষুরধার।
7/10
অন্যদিকে এই ছবিতে কাজ করতে গিয়েই নাকি প্রেমে পড়েছেন কৃতি শ্যানন ও প্রভাস। বলিউডের হাওয়ায় এই খবর থাকলেও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউই। আগামীতে 'আদিপুরুষ' ছবিতে দেখা যাবে কৃতি ও প্রভাসকে। সদ্য শেষ হয়েছে সেই ছবি শ্যুটিং।
8/10
শ্যুটিং ফ্লোরেই নাকি একে অপরের সঙ্গে গল্পে বেশ স্বচ্ছন্দ ছিলেন প্রভাস ও কৃতি। তবে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কৃতি ও প্রভাসের মধ্যে কোনও রকম প্রেমের সম্পর্ক নেই।
9/10
অপরের প্রতি অনুভূতি রয়েছে দুই তারকারই। কিন্তু সম্পর্কের বিষয়ে তাড়াহুড়ো করতে চান না নায়ক নায়িকা। নিজেদের যথেষ্ট সময় দিতে চান তাঁরা।
10/10
এদিন টিজার লঞ্চের অনুষ্ঠানে প্রভাসের হাতে হাত রেখে হাজির হন কৃতি। অনুরাগীদের আশা, এই রসায়ন ম্যাজিক দেখাবে পর্দাতেও।
Published at : 02 Oct 2022 11:29 PM (IST)