Prosenjit Chatterjee: প্রসেনজিতের প্রোফাইলে ওটা কার ছবি? অবাক নেটদুনিয়া ভাসল আবেগে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
1/10
প্রচারের অভিনব পন্থা, ট্রেলার রিলিজের দিন একেবারে রাস্তায় নেমে, কেনাকাটা সারছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। তারপরেই সোজা প্রেক্ষাগৃহে।
2/10
একেবারে ছবির চরিত্রদের মতোই সেজেছিলেন প্রসেনজিৎ আর দিতিপ্রিয়া। সাদামাটা পোশাকে যেন তাঁদের চেনা দায়।
3/10
পর্দায় বাবা-মেয়ে হয়েই আগামী ২৭ মে হাজির হচ্ছেন প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়া। ছবির নাম ‘আয় খুকু আয়’। ছবির প্রচারেই রবিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন দু’জনে।
4/10
তারই সাক্ষী রইল রবিবার সকালের উত্তর কলকাতা। প্রসেনজিৎ ও দিতিপ্রিয়ার সোশ্যাল মিডিয়া পেজ থেকে তার লাইভ সম্প্রচারের সৌজন্যে দু’জনের এমন কাণ্ডকারখানা দেখতে পেলেন অসংখ্য অনুরাগীও।
5/10
আশেপাশে ভীড় জমেছে ততক্ষণে। কারণ এই বাবা-মেয়ে সাধারণ পথচলতি মানুষ নন, রীতিমতো প্রথম শ্রেণীর তারকা! প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) আর দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
6/10
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে আয় খুকু আয়' (Aye Khuku Aye) -এর প্রথম টাইটেল ট্র্যাক। শুধু কী তাই? সেখানেই এই প্রথম দর্শক দেখেছিল নতুন ছবিতে রাফিয়াথ রশিদ মিথিলার লুক।
7/10
ডুরে শাড়ি, হাতখোঁপা আর লাল টিপে মিথিলা যেন 'মায়ের মতো ভাল'। গানের সুরেও যেমন মাদকতা রয়েছে, তেমনই জড়িয়ে রয়েছে মায়া, ভালোবাসা আর এক বাবা মেয়ের সম্পর্কের গল্প।
8/10
নববর্ষের দিন মুক্তি পেয়েছিল ছবির টিজার। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।'
9/10
এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বাদাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'
10/10
এই ছবি মুক্তির দিন পিছিয়ে গিয়েছে। ২৭ মে-র বদলে ১৭ জুন এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
Published at : 23 May 2022 11:33 PM (IST)