Prosenjit Chatterjee: পুরীর শ্যুটিং শেষ করেই জগন্নাথ মন্দিরে বুম্বাদা, নতুন ছবিতে কার সঙ্গে জুটি?

Prosenjit Chatterjee went to Puri: সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন টলিউডের ইন্ডাস্ট্রি। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।

হঠাৎ পুরীর জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ, কোন ছবির শ্যুটিং করছিলেন তিনি?

1/10
শ্যুটিং শেষে, পুরীর মন্দিরে জগন্নাথ দর্শনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন 'টলিউডের ইন্ডাস্ট্রি'। আপাতত নতুন শ্যুটিংয়ের কারণে পুরীতে রয়েছেন তিনি।
2/10
বয়স ৬০ পেরোলেও, এখনও টলিউডের অন্যতম ব্যস্ত নায়ক তিনি। টলিউড থেকে শুরু করে বলিউড.. সব জায়গাতেই নিজের সাক্ষর রেখেছেন 'বুম্বাদা'।
3/10
image 1
4/10
পুজোর সময় মুক্তি পাওয়া ছবি 'দশম অবতার' টলিউডে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। আগামীতে শুভ্রজিৎ মিত্রর নতুন ছবি 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani)-তে ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু তার আগেই, এখন এক অন্য ছবির কাজে ব্যস্ত প্রসেনজিৎ।
5/10
সূত্রের খবর, 'কাবেরী অন্তর্ধান'-এর পরে ফের কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) নতুন ছবিতে কাজ করছেন প্রসেনজিৎ।
6/10
এই ছবিতে তিনি জুটি বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) সঙ্গে। এটিই জুটির ৫০তম ছবি হতে চলেছে। তবে এই ছবি নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি কৌশিক, প্রসেনজিৎ বা ঋতুপর্ণার তরফে।
7/10
আজ সোশ্যাল মিডিয়ায় এর আগে আজই প্রসেনজিৎ জানিয়েছিলেন, তাঁদের পুরীর শ্যুটিংয়ের শিডিউল শেষ হয়ে গিয়েছে।
8/10
অন্যদিকে, সদ্য নতুন এক দায়িত্ব নিয়েছেন প্রসেনজিৎ। দীর্ঘদিন বাদে ছোটপর্দার প্রযোজনায় ফিরেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)।
9/10
শেষবার ধারাবাহিক 'কনকাঞ্জলি' প্রযোজনা করেছিলেন তিনি, ১২ বছর পরে ফের সেই ভূমিকাতেই ফিরলেন অভিনেতা। জি বাংলায় ধারাবাহিক 'আলোর কোলে' (Alor Kole)-র প্রযোজনা দায়িত্বে রয়েছেন বুম্বাদার প্রযোজনা সংস্থা এনআইডিয়াস ক্রিয়েশন।
10/10
দশম অবতারের হাত ধরে ১১ বছর পরে, পর্দায় সৃজিতের (Srijit Mukherjee)-র হাত ধরে এক অন্য প্রবীরকে ফিরিয়েছেন প্রসেনজিৎ।
Sponsored Links by Taboola