Puja Banerjee Marriage: মেহেন্দি, গায়ে হলুদ, বিয়েতে পূজা-কুণালের সবসময়ের সঙ্গী কৃশিব
মায়ের সঙ্গে ট্যুইনিং করে সেজেছে একরত্তি কৃশিব। মা-বাবার বিয়ে উপলক্ষ্যে গোয়া পাড়ি দিয়েছে সে। আজ সামাজিক মতে সাতপাকে বাঁধা পড়বেন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতোড়জোড় শুরু হয়েছিল আগেই। এক বছর আগে আইনি বিয়ে সেরেছিলেন পূজা-কুণাল। কিন্তু করোনা পরিস্থিতির জেরে পিছিয়ে গিয়েছিল সামাজিক বিয়ে। তারপর পূজার কোলে এসেছে ছোট্ট কৃশিব।
কাগুজে বিয়েতে মন ভরেনি পূজার। তাই বাঙালি মনে সাতপাকে বাঁধা পড়তে আত্মীয় ও বন্ধুবান্ধবদের নিয়ে গোয়ায় উড়ে গিয়েছেন পূজা। সেখানেই আয়োজ হয়েছে যাবতীয় বিয়ের অনুষ্ঠানের।
রবিবার রাতেই পূজার হাতে লেগেছে মেহেন্দির রঙ। গোয়ায় সারা সন্ধেয় নাচে গানে জমে ওঠে পার্টি।
পূজার বিয়েতে হাজির অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধর থেকে শুরু করে তাঁর ঘনিষ্ট বন্ধুরা। সমুদ্রের ধারে প্রিয় বন্ধুর বিয়েতে চুটিয়ে আনন্দ করছেন তাঁরাও।
মেহেন্দির রাতে আয়োজন করা হয়েছিল মঞ্চের। সেখানে সারা সন্ধ্যে ধরে চলে অনুষ্ঠান। নাচে পা মেলান পূজা-কুনালও।
সব অনুষ্ঠানেই পূজা ও কুণালের সঙ্গে থাকছে একরত্তি কৃশিব। তবে ছেলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এখনও ছবি শেয়ার করেননি তারকা দম্পতি।
আজ তাঁর জীবনের সবচেয়ে বিশেষ দিনের মধ্যে একদিন। দীর্ঘ অপেক্ষা আর স্বপ্ন অবশেষে বাস্তবের ছোঁয়া পাচ্ছে। ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন তিনি, তাও এক্কেবারে নিজের মনের মত করে। গোয়ার বাঙালি বিয়ের সেই আসরের মধ্যমণি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কুণাল ভার্মার সঙ্গে আজ তাঁর সামাজিক বিয়ে।
হলুদ শাড়ি লাল পাড়। গায়ে হলুদের জন্য একেবারে বাঙালি সাজই বেছেছিলেন তিনি। এলোমেলো চুল আর হালকা গয়নায় গায়ে হলুদের সাজ সারা পূজার।
আত্মীয় ও বন্ধুদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ছবি। সেখানে দেখা গেল, পা থেকে মুখ পর্যন্ত হলুদ মাখানো হয়েছে তাঁকে। কাজললতা আর ছোট্ট টিপে পূজা যেন ঘরের মেয়ে।
অবশেষে অগ্নি সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। গোয়ায় বিয়ের আসর বসছে এই বাঙালি অভিনেত্রীর। লাল বেনারসি আর ধুতি পাঞ্জাবিতে এক্কেবারে বাঙালি বিয়ের আসর। আর সেখানে হাজির থাকবে নতুন বর-কনের একরত্তি ছেলেও! কথা হচ্ছে অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -