Puja Exclusive: 'তাপমাত্রা মাইনাস ১২ ডিগ্রি, বরফের মধ্যে কস্টিউম পরে দাঁড়িয়ে কাঁপছিলাম..'
২ বছরেরও বেশি সময় বড়পর্দা থেকে বিরতি, পরিবারে মন দেওয়া। জীবন জুড়ে তখন শুধুই একরত্তি ছেলে কৃশিব। অনেকেই ভেবেছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) হয়তো ফুরিয়ে গিয়েছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কাশ্মীরের বরফের মধ্যে লাল উষ্ণ পোশাকে নতুন মিউজিক ভিডিওতে যেন সেই সবকিছুর সপাট জবাব দিলেন অভিনেত্রী।
নতুন মিউজিক ভিডিওতে বাবা যাদবের পরিচালনায়, তাপসের কথায় ও সুরে জুটি বেধেছেন পূজা এবং নিবিড় আদনান। গানের নাম ‘চল রাতকে করি ভোর।’ গোটা গানেরই শ্যুটিং হয়েছে কাশ্মীরে
। ইতিমধ্যেই অনুরাগী থেকে শুরু করে তারকাদেরও প্রশংসা পেয়েছে সেই গান। তবে বরফের মধ্যে লাস্যময়ী শ্যুটিং করা ঠিক কতটা কঠিন ছিল অভিনেত্রীর কাছে? পূজা বলছেন, ' ‘চল রাতকে করি ভোর’ বোধহয় এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে কঠিন শ্যুটিং ছিল।'
পূজা বলছেন, 'মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াসে শ্যুটিং করেছি গোটা গানটার। কাশ্মীর থেকে পহেলগাঁওতে শ্যুটিং হয়েছে। ওইরকম খোলামেলা কস্টিউম, ঠাণ্ডা হাওয়ায় যেন মনে হচ্ছিল হাড় পর্যন্ত কেঁপে যাচ্ছে।'
পূজা আরও বলেন, ' যখন সামনে ড্রোন আসছে, সেই হাওয়ায় যেন আরও ঠাণ্ডা লাগছে। অথচ মুখে ঠাণ্ডার চিহ্নমাত্র থাকলে হবে না। সঠিকভাবে অভিনয়টা করে যেতে হবে।'
শ্যুটিং তো হল, গান মুক্তির পরে কতটা প্রশংসা পেয়েছিলেন পূজা? অভিনেত্রী বলছেন, 'টলিউড, বলিউড থেকে অনেকেই প্রশংসা করছেন। অনেকেই ভেবেছিলেন বাচ্চা হওয়ার পরে পূজা মোটা হয়ে গিয়েছে। আর কাজ করতে পারবে না। এখন মানুষ হয়তো বুঝেছেন আমায় এখন ঠিক কেমন দেখতে। '
পূজার কথায়, 'এই মিউজিক ভিডিওটা আমার কাছে কামব্যাকের মতোই। ভিডিওটা ইতিমধ্যেই প্রচুর মানুষ দেখে ফেলেছেন। এমনকি আমার কাছে নতুন করে ছবির অফারও আসছে। খুব তাড়াতাড়ি টলিউডেই কাজ করব আমি। কথা চলছে। আপাতত কিছু হিন্দি সিরিজে কাজ করছি, সেগুলোও আস্তে আস্তে মুক্তি পাবে।'
কাশ্মীরে গিয়েছিল ছোট্ট কৃশিব? হেসে পূজা বললেন, 'নাহ ওই ঠাণ্ডায় ওকে নিয়ে যাইনি। তবে কুণাল (ভার্মা) গিয়েছিল। আমরা কখনও একে অপরের শ্যুটিংয়ে যাই না। কিন্তু কাশ্মীর আমাদের দুজনেরই খুব প্রিয়। শ্যুটিং শেষ হওয়ার পরে আমরা একটা দিন ওখানে নিজেদের মতো করে কাটিয়েছিলাম। সব মিলিয়ে দারুণ কাটল সময়টা।'
পূজার এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই দেখে ফেলেছেন বহু মানুষ। পূজার সৌন্দর্য্য বেশি নাকি কাশ্মীরের, দ্বন্ধে অনুরাগীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -