Relationship Tips: সম্পর্ক বাঁচাতে জরুরি সীমানা, দেখুন ছবি
সম্পর্ক ও সীমারেখা। শব্দদুটো বেশিরভাগ ক্ষেত্রে তর্কের সময়েই একসঙ্গে উচ্চারিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযদিও বন্ধুত্ব হোক বা প্রেম, যে কোনও সম্পর্কের স্থায়িত্ব ও মাধুর্যের রহস্য কিন্তু এই সীমারেখাতেই, মনে করেন অনেকে।
তাই সময়মতো প্রত্যেকটি সম্পর্কেই গন্ডি নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন।
এতে দু তরফেরই একে অন্যের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা প্রথম থেকে স্পষ্ট থাকে।
পারস্পরিক প্রত্যাশার জায়গাটি স্পষ্ট থাকলে সংঘাতের সম্ভাবনাও অনেকটা কমে যায়।
কাছের বন্ধু হোক বা প্রিয়জন, সময়মতো সম্পর্কের সীমারেখা নির্দিষ্ট করে দিলে অন্য জনও বুঝে যান, ,সব সময় সব কিছু 'টেকেন ফর গ্রান্টেড' নয়।
কোথায় থামতে হবে আগে থেকে জানা থাকলে, ক্ষোভ ও রাগের সম্ভাবনা কমে। পরস্পরের রিস্থিতি সহানুভূতি দিয়ে বিচার করা যায়।
আত্মসম্মান বোধ বাড়ে। বন্ধুত্ব, প্রেম, আত্মীয়তা-সম্পর্কের নাম যাই হোক না কেন, কোথায় থামতে হবে এটা নির্দিষ্ট করে দিলে দুপক্ষই নিজের পছন্দ-অপছন্দ নিয়ে অনেক বেশি স্পষ্ট কথা বলতে পারেন। সুস্থ সম্পর্কের বুনিয়াদি মন্ত্র এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -