Relationship Tips: সম্পর্ক বাঁচাতে জরুরি সীমানা, দেখুন ছবি

Lifestyle Tips: সম্পর্ক ও সীমারেখা। শব্দদুটো বেশিরভাগ ক্ষেত্রে তর্কের সময়েই একসঙ্গে উচ্চারিত হয়। যদিও বন্ধুত্ব বা প্রেম, যে কোনও সম্পর্কের স্থায়িত্ব ও মাধুর্যের রহস্য এই সীমারেখাতেই, মনে করেন অনেকে।

সম্পর্ক থাকুক, সীমানা মেনে

1/8
সম্পর্ক ও সীমারেখা। শব্দদুটো বেশিরভাগ ক্ষেত্রে তর্কের সময়েই একসঙ্গে উচ্চারিত হয়।
2/8
যদিও বন্ধুত্ব হোক বা প্রেম, যে কোনও সম্পর্কের স্থায়িত্ব ও মাধুর্যের রহস্য কিন্তু এই সীমারেখাতেই, মনে করেন অনেকে।
3/8
তাই সময়মতো প্রত্যেকটি সম্পর্কেই গন্ডি নির্দিষ্ট করে দেওয়া প্রয়োজন।
4/8
এতে দু তরফেরই একে অন্যের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা প্রথম থেকে স্পষ্ট থাকে।
5/8
পারস্পরিক প্রত্যাশার জায়গাটি স্পষ্ট থাকলে সংঘাতের সম্ভাবনাও অনেকটা কমে যায়।
6/8
কাছের বন্ধু হোক বা প্রিয়জন, সময়মতো সম্পর্কের সীমারেখা নির্দিষ্ট করে দিলে অন্য জনও বুঝে যান, ,সব সময় সব কিছু 'টেকেন ফর গ্রান্টেড' নয়।
7/8
কোথায় থামতে হবে আগে থেকে জানা থাকলে, ক্ষোভ ও রাগের সম্ভাবনা কমে। পরস্পরের রিস্থিতি সহানুভূতি দিয়ে বিচার করা যায়।
8/8
আত্মসম্মান বোধ বাড়ে। বন্ধুত্ব, প্রেম, আত্মীয়তা-সম্পর্কের নাম যাই হোক না কেন, কোথায় থামতে হবে এটা নির্দিষ্ট করে দিলে দুপক্ষই নিজের পছন্দ-অপছন্দ নিয়ে অনেক বেশি স্পষ্ট কথা বলতে পারেন। সুস্থ সম্পর্কের বুনিয়াদি মন্ত্র এটি।
Sponsored Links by Taboola