'Onno Rupkatha' Premiere: মুক্তি পেল পূজারিণী,সুমিত সমাদ্দার অভিনীত 'অন্য় রূপকথা', জমজমাট ছবির প্রিমিয়ার

Bengali Movie: মুক্তি পেল পরিচালক রতন মৈত্রর ছবি অন্য় রূপকথা।

জমজমাট 'অন্য় রূপকথা'র প্রিমিয়ার

1/9
ছবির প্রিমিয়ার দেখা মিলল কলাকুশলীসহ টলিপাড়ার একাধিক চেনা মুখেদের।
2/9
ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন রাজ দে ও পূজারিণী ঘোষ।
3/9
ছবিতে অন্য়ান্য় কয়েকটি চরিত্রে আছেন সুমিত সমাদ্দার, বিশ্বজিৎ চক্রবর্তীর মত অভিনেতারা।
4/9
ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, সুমন বন্দ্য়োপাধ্য়ায়।
5/9
উল্লেখ্য়, এই ছবিতে গান গেয়েছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন প্রিয়াঙ্কো।
6/9
এদিন পিচ রঙা শাড়িতে দেখা মিলেছিল পূজারিণীর।
7/9
ছবি নিয়ে প্রথম থেকেই চড়ছিল দর্শকের উন্মাদনা।
8/9
শহরের বেশ কিছু প্রেক্ষাগৃহে চলছে এই ছবি।
9/9
দর্শকের এই ছবি কেমন লাগল এখন অপেক্ষা সেটাই দেখার
Sponsored Links by Taboola