Ditipriya Throwback Photo: পুরনো ফটোশ্যুটের স্মৃতিচারণা, রঙ তুলির টানে নিভৃতবাস কাটছে দিতিপ্রিয়ার
দিতিপ্রিয়া রায়
1/11
কাটেনি বন্দিদশা, করোনা আক্রান্ত হয়ে ঘরবন্দিই থাকতে হচ্ছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। সোশ্যাল মিডিয়ায় কাউকে করোনা আক্রান্ত হওয়ার খবর দেননি তিনি। কিন্তু 'রানিমা'-র অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
2/11
কেবল দিতিপ্রিয়া নন, করোনা আক্রান্ত তাঁর মা-বাবাও। গোটা পরিবারই রয়েছে নিভৃতবাসে। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
3/11
বাড়িতে বসেই সময় কাটছে দিতিপ্রিয়ার। তাঁর তুলির টানে ফুটে উঠছে বিভিন্ন ছবি। এই ছবিটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দিতিপ্রিয়া। নীল রঙে ভারি সুন্দর একটি ফুলের ছবি ফুটিয়ে তুলেছেন দিতিপ্রিয়া। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
4/11
করোনার শুরুর দিতে কিছুটা দুর্বল ছিলেন দিতিপ্রিয়া। তবে এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি। কিছুটা কেটেছে দুর্বলতা। ভালো আছেন দিতিপ্রিয়ার বাবা-মাও। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
5/11
বন্ধ কলেজের অনলাইন ক্লাস। বাড়িতেই অন্যান্য কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন দিতিপ্রিয়া। তবে বর্তমান পরিস্থিতি দেখে মনখারাপ অভিনেত্রীর। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
6/11
গত বুধবার ইনস্টাগ্রামে নিজের একটি পুরনো ফটোশ্যুটের ভিডিও শেয়ার করেছেন দিতিপ্রিয়া। তাঁর ভিডিও দেখে অনেকেই ভেবেছিলেন, সুস্থ হয়ে উঠেছেন 'রাণিমা'। তবে এখনও শ্যুটিং ফ্লোরে ফিরতে পারেননি দিতিপ্রিয়া। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
7/11
শেয়ার করা ভিডিওতে নীল পোশাকে ঝলমলে দেখাচ্ছে দিতিপ্রিয়াকে। আবহ সঙ্গীতে বাজছে, 'ইউ শ্যুড সি মি ইন আ ক্রাউন।' (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
8/11
টলিউডে ক্রমশই চওড়া হচ্ছে করোনার থাবা। ছোটপর্দা থেকে বড়পর্দা, বাদ যাচ্ছেন না কেউই। মিঠু ও দিতিপ্রিয়া ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ইন্দ্রাণী দত্ত, চৈতি ঘোষালও। রয়েছেন হোম আইসোলেশানে। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
9/11
আপাতত বাড়িতে বসেই সময় কাটাচ্ছেন দিতিপ্রিয়া। সঙ্গী তাঁর পোশ্য পপকর্ন। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
10/11
সিনেমা দেখে, ছবি এঁকে বা বই পড়েই সময় কাটছে রানি রাসমনি ধারাবাহিকের নায়িকার। আর অপেক্ষা করছে সুস্থ হাওয়ার। সুস্থ হলেই ফের সাদা শাড়িতে রানিমার বেশেই ধারাবাহিকে ফিরবেন তিনি। এখনও ব্যাঙ্কিং থেকেই চলছে ধারাবাহিকের সম্প্রচার। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
11/11
খুব তাড়াতাড়ি শ্য়ুটিং ফ্লোরে ফিরুক দিতিপ্রিয়া, প্রার্থনা অনুরাগীদের। (ছবি সৌজন্যে: দিতিপ্রিয়ার ইনস্টাগ্রাম)
Published at : 06 May 2021 01:45 PM (IST)