Raaj Subhasree: পরিচালক বাবা, প্রযোজক-অভিনেত্রী মা, ইউভানের বেড়ে ওঠা ঘিরে চলচ্চিত্র জগৎ

Yuvaan: রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ব্যানারে এই সিরিজ মুক্তি পেলেও, এই সিরিজের প্রযোজনা করবেন শুভশ্রী স্বয়ং। এই প্রথম অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে

পরিচালক বাবা, প্রযোজক-অভিনেত্রী মা, ইউভানের বেড়ে ওঠা ঘিরে চলচ্চিত্র জগৎ

1/10
ফিরছে 'প্রলয়', তবে বড়পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মে। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরে আসছে 'আবার প্রলয়' (Abar Proloy)।
2/10
সদ্য শ্যুটিং সেটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক। এই প্রথম সেটে হাজির ছিল খুদে ইউভান। কিছু সময় তাকে কোলে নিয়েই শ্যুটিং করেছেন রাজ!
3/10
এই সিরিজের মুখ্যভূমিকায় থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty), জুন মাল্য (Jun Mallya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee)।
4/10
এছাড়াও রয়েছেন, সায়নী ঘোষ, (Saayani Ghosh), গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty), দেবাশীষ মণ্ডল (Debashish Mondal), সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)।
5/10
রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ব্যানারে এই সিরিজ মুক্তি পেলেও, এই সিরিজের প্রযোজনা করবেন শুভশ্রী স্বয়ং। এই প্রথম অন্য ভূমিকায় দেখা যাবে তাঁকে।
6/10
অন্যদিকে রাজ এই সিরিজের খবর শেয়ার করে লিখেছেন, 'অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, এন্টারটেইনমেন্ট, পাওয়ার প্যাকড পারফরম্যান্স নিয়ে- প্রায় এক দশক প্রতীক্ষার পর সকলের চাহিদায়, একটি অনবদ্য কাস্টের সঙ্গে ফিরছে 'আবার প্রলয়'।
7/10
রাজ যে ছবিগুলি শেয়ার করেছেন সেখানে এক ফ্রেমে দেখা যাচ্ছে রাজ, শুভশ্রী ও ইউভানকে। এর আগেও খুদেকে দেখা গিয়েছিল পরিচালকের চেয়ারে বসে মাইক হাতে খেলা করতে। তাতে অনেকে বলেছিলেন, ইউভান সঠিকভাবেই বড় হচ্ছে।
8/10
রুপোলি পর্দার সঙ্গে যার অঙ্গাঙ্গীভাবে যোগ, সে ছোট থেকেই যে শ্যুটিং সেটে হাজির হবে, এ আর এমন কি। আর রাজের সদ্য শেয়ার করে নেওয়া ছবিতেও দেখা গেল ইউভানকে। রোদচশমা পরে বাবার কোলে চড়ে শ্যুটিংয়ের তদারকি করছে ইউভান।
9/10
জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। প্রকাশ্যে এসেছে ছবি পোস্টারও।
10/10
রাজের কোলে ছোট্ট ইউভানের এই ছবিগুলি দেখে ভালবাসা জানিয়েছেন নেটিজেনরা।
Sponsored Links by Taboola