'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনায় সৌরভ-সুদীপা, সাময়িক বিরতি রচনার
বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর তাই, জনপ্রিয় ধারাবাহিক 'দিদি নম্বর ওয়ান' থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। তাঁর জায়গায় 'দিদি নম্বর ওয়ান'-এর সঞ্চালনা করবেন সুদীপা ও সৌরভ দাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সবাই পাশে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের। তবে জনপ্রিয় ধারাবাহিকটি যাতে বন্ধ না হয়, সেজন্যই সাময়িকভাবে সেই দায়িত্ব নিচ্ছেন 'রান্নাঘরের রানি'।
ইতিমধ্যেই শ্যুটিং শুরু করে দিয়েছেন নতুন এই সঞ্চালক ও সঞ্চালিকা। ছবিও ভাগ করে নিয়েছেন তাঁরা।
'রান্নাঘর' শো-এর থেকে সুদীপার লুকে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই শো-তে । তবে বাঙালি পোশাকেই সাজবেন তিনি।
পাজামা-পাঞ্জাবিতে দেখা গেল সৌরভকেও। বাঙালি সাজেই শো মাতাবেন নতুন দুই সঞ্চালক-সঞ্চালিকা।
সম্প্রতি 'দিদি নম্বর ওয়ান'-এর শ্যুটিং এর শেষে একটি ভিডিও আপলোড করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় একটি গানে দুই সহকারীর সঙ্গে নাচ করছেন তিনি।
সুদীপা জানিয়েছেন, নিজের মতো করেই শো-কে এগিয়ে নিয়ে যাবেন তিনি। সুদীপার সঞ্চালনা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। চ্যানেল তাঁর ওপর এই দায়িত্ব দেওয়ায় তিনি খুশি। তিনি এই দায়িত্বকে নিজের মত করেই পালন করবেন।
অন্যদিকে আপাতত একাধিক ওয়েবসিরিজের কাজে ব্যস্ত সৌরভও। চলছে তাঁর নতুন ছবির শ্যুটিংও। তার মধ্যেই 'দিদি নম্বর ওয়ান' সামলানোর জন্য সময় বের করে নিয়েছেন তিনি।
সুদীপা সাবেকি বাঙালি সাজে সেজেই অনুষ্ঠানের সঞ্চালনা করছেন। প্রতিযোগীদের সঙ্গে কথা বলছেন, খেলাও পরিচালনা করছেন সাবলীলভাবে।
সৌরভ জানান, ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'অল্প হলেও সত্যি'। এসভিএফের 'রুদ্রবীণার অভিশাপ' সিরিজটা মুক্তি পাচ্ছে। 'কাটাকুটি' বলে একটি সিরিজও মুক্তি পাচ্ছে।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -