Radhika Apte: এক গৃহবধূর গোয়েন্দা হয়ে ওঠার গল্প, রাধিকার সঙ্গে পর্দা ভাগ করলেন সাহেব, লাবণীও
রাধিক আপ্তে (Radhika Apte)-র সঙ্গে এক ছবিতে লাবণী সরকার (Laboni Sarkar), সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee) ও রাজেশ শর্মা (Rajesh Sharma)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ছবি 'মিসেস আন্ডারকভার' (Mrs Undercover)। ছবিটি পরিচালনা করেছেন অনুশ্রী মেটা (Anushree Mehta)। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রেখেছেন তিনি।
এই ছবির গল্প এক গৃহবধূকে নিয়ে যার মধ্যে লুকিয়ে গোয়েন্দাগিরির অদ্ভূত ক্ষমতাও। এই ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন রাধিকা। তাঁর চরিত্রের নাম হয়েছে দুর্গা।
একজন সাদামাটা গৃহবধূ যে কীভাবে নিজের বুদ্ধি আর সাহস দিয়ে ভেদ করে ফেলতে পারে রহস্য, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে।
এই ছবির মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যে একজন গৃহবধূও কতকিছু একার হাতে সামলাতে পারে। নারীকেন্দ্রিক এই ছবিতে রয়েছে রহস্য গল্পের ঠাস বুনোট।
এই ছবিতে রাধিকার শাশুড়ির ভূমিকায় অভিনয় করেছেন লাবণী সরকার। তিনি বলছেন, 'পরিচালক অনুশ্রীকে ধন্যবাদ এই ছবিতে আমায় সুযোগ করে দেওযার জন্য। রাধিকা আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। ও ভীষণ প্রতিভাবানও। ওর সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। আশা করি মানুষের এই ছবিটা ভাল লাগবে।'
এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সাহেব। তিনি বলছেন, 'এই ছবিটা অনুশ্রীর প্রথম কাজ হলেও ও ভীষণ দক্ষ। রাধিকার সঙ্গে কাজ করতে পেরে ভাল লাগছে। দর্শকরা যেন এই ছবিটাকে দেখেন, ভালবাসেন এটুকুই কামনা।'
এই ছবি সম্পর্কে রাজেশ বলছেন, 'প্রত্যেক গৃহবধূর মধ্যেই একজন গোয়েন্দা লুকিয়ে থাকে। কিন্তু তার সেই গোয়েন্দাগিরির ক্ষমতা যখন সংসারের মধ্যে সীমাবদ্ধ না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন সেই নারীকে চেনার অন্য দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এই ছবিতে রাধিকাও মা দুর্গারই মতো, যিনি সংসারের উর্ধ্বে উঠে দুষ্টকে দমন করেছিলেন।
প্রসঙ্গত, এই ছবিতে রাধিকাকে একেবারে নতুন রূপে দেখা যাবে। ইতিমধ্যেই জি ফাইভ স্ট্রিমিং শুরু করে গিয়েছে এই ছবিটির। বিফোরইউ মোশন পিকচার্স (B4U Motion Pictures) ও জাদুঘর ফিল্মস (Jaadugar Films) এবং নাইট স্কাই মুভিজ (Knight Sky Movies)-এর যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে এই ছবি। এই ছবিতে দেখা যাবে সুমিত ভ্যাস (Sumeet Vyas)-কেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -