Radhika Marchant: মা-ঠাকুমার সাবেক গয়না, রাধিকার বিবাহবেশে ছিল কী কী বিশেষত্ব?
বিবাহবেশ। যে কোনও নারীর স্বপ্নের সাজ। আর যাঁর বিয়েটাই এত স্বপ্নিল, তাঁর বিবাহবেশ কেমন হল তা নিয়ে তো সবার অপেক্ষা থাকবেই। অবশেষে প্রকাশ্যে এল রাধিকা মার্চেন্টের বিবাহবেশ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিশেষ দিনের জন্য আবু জানি সন্দীপ খোসলার লেহঙ্গা বেছে নিয়েছিলেন রাধিকা মার্চেন্ট। সূক্ষ কাজ ফুটিয়ে তোলা হয়েছিল গোটা লেহঙ্গায়। হালকা গোলাপি আভার লেহঙ্গার সঙ্গে একটি ভারি কাজের লাল দোপাট্টা নিয়েছিলেন রাধিকা।
বিশেষত্ব ছিল রাধিকায় গয়নায়। বিশেষ দিনের জন্য কোনও আধুনিক ডিজাইনের গয়না নয়, রাধিকা পরেছিলেন তাঁর মা, দিদা ও দিদির পুরনো খানদানি গয়না।
গুজরাতি রীতি অনুযায়ী, ঢালা লাল রঙ নয় নববধূ পোশাক পরেন সাদা ও লালের মিশ্রণে। সেই সাবেক ভাবনাকে মাথায় রেখেই তৈরি হয়েছে রাধিকার পোশাক। পোশাকে ছিল লাল ও আইভরি রঙের কম্বিনেশন।
রাধিকার মাথার ওড়না ছিল ৫ মিটার লম্বা, গায়ের ওড়না ছিল টিস্যুর ওপর সূক্ষ জরির কাজে বোনা। লেহঙ্গায় অভিনবত্ব দিয়েছিল লাল ভারি জরি কাজের একটি আলাদা ভেল যা রাধিকা বাম হাত থেকে ঝুলিয়ে রেখেছিলেন।
হাতে বুনে গোটা পোশাকে ফুটিয়ে তোলা হয়েছিল জরির ফুলেল কাজ, বিশেষ করে রাধিকার গায়ে যে টিস্যুর দোপাট্টা রয়েছে, তাতে ছিল আইভরির ওপর লাল ও সোনালি জড়ির ফুলের জারদৌসী কাজ।
রাধিকার লেহঙ্গার বিশেষত্ব ছিল তার ৮০ ইঞ্চির টেল। গোটা লেহঙ্গা আইভরি রঙের হলেও, লেহঙ্গায় ছিল ঘন জরির কাজের লাল পাড়। গুজরাতি রীতি অনুযায়ী লাল-সাদা পোশাকেই সাজলেন রাধিকা।
একটি চোকার নেকলেস ও আরেও একটি গলাভরা হার পরেছিলেন রাধিকা। হাতে ছিল বাজুবন্ধ, কানে ভারি দুল আর কপালে শোভা পাচ্ছিল ভারি টিকলি। লাল লিপস্টিকের সঙ্গে ন্যুড মেক আপে সেজেছিলেন রাধিকা। চুল ছিল খোঁপা বাঁধা।
রাধিকার সাজে মজে নেট দুনিয়া, তাঁর এক্কেবারে অন্য পথে হেঁটে লাল-সাদা রঙকে বেছে নেওয়া থেকে শুরু করে খানদানি গয়না পরা.. সবকিছুতেই রাধিকা যেন অনন্যা।
আজ মালাবদল থেকে শুরু করে সাত পাক... ঈশ্বরের নামে ধ্বনি তুলেই শেষ হল অনন্ত রাধিকার বিয়ের নিয়মনীতি। নতুন জীবন শুরু করলেন মুকেশ ও নীতা অম্বানির পুত্র। অম্বানি পরিবারের বধূ হলেন রাধিকা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -