Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া
![Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/9f18680fff1e5ce96f48a38411004df66878d.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
এলাহি বিয়ের অনুষ্ঠান মিটেছে গতকালই। তবে শেষ হয়নি উদযাপন পর্ব। আজ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান। ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App![Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/249c33724d4165eb15c144fbbd3786ca84300.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
ফের তারকা সমাগম অনুষ্ঠান স্থলে। আম্বানি পরিবারেপ নববধূ হিসেবে রাধিকার আজ প্রথম দিন। শ্রীমতী আম্বানি সাজলেন গোলাপী লেহঙ্গায়। ছবি: ইনস্টাগ্রাম
![Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া Anant-Radhika: আম্বানি পরিবারে নববধূ হিসেবে প্রথম দিন, রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানের পোশাকে অনন্তের সঙ্গে বন্ধনের ছোঁয়া](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/13/ef455e08c27bbf7e95c89a81f986f63a287a7.jpg?impolicy=abp_cdn&imwidth=800)
আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা লেহঙ্গা পরলেন তিনি। তাঁর স্টাইলিস্ট রিয়া কপূর একগুচ্ছ ছবি পোস্ট করেন রাধিকার। ছবি: ইনস্টাগ্রাম
রিয়ার ক্যাপশনেই স্পষ্ট, এই লেহঙ্গার ডিজাইন একেবারেই অনন্ত ও রাধিকার বন্ধন, সম্পর্ক, ভাললাগা ও মন্দ লাগাকে তুলে ধরে। ভারতীয় শিল্পী জয়শ্রী বর্মনের ছোঁয়া আছে তাতে। ছবি: ইনস্টাগ্রাম
তিনি লেখেন, 'শ্রীমতী রাধিকা আম্বানি হিসেবে প্রথম সন্ধ্যায় কী পরেন? আবু জানি সন্দীপ খোসলা হাত মিলিয়েছেন সমসাময়িক ভারতীয় শিল্পী জয়শ্রী বর্মন ও রিয়া কপূরের সঙ্গে, কনের পোশাক তৈরি করেন।' ছবি: ইনস্টাগ্রাম
তিনি আরও লেখেন, 'জয়শ্রীর পেন্টিংয়ে প্রাণ ঢালতে লেহঙ্গার ১২ প্যানেলে হাতে আঁকা ইতালিয় ক্যানভাস তৈরি করা হয়।' ছবি: ইনস্টাগ্রাম
জয়শ্রীর পৌরাণিক ভালবাসার প্রকাশ পেয়েছে তাঁর কাজে। পোশাকের প্রতি পরতে অনন্তের সঙ্গে রাধিকার বন্ধন সুন্দর রূপকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম
'সুখী দম্পতির প্রতিনিধিত্ব করে মানুষের চিত্রগুলি একটি স্বর্গীয় আভা ছড়াচ্ছে যা তাঁদের মানবতার মধ্যে দেবত্বকে সম্মান করে। জীবজন্তুর প্রতি অনন্তের অনুরাগকে চিত্রিত করে, বিশেষ করে হাতি যাকে শুভ এবং সুন্দর বলে মনে করা হয়।' ছবি: ইনস্টাগ্রাম
রাধিকার চুলে এদিন পদ্মের গোছা দেখতে পাওয়া যায় যা তাঁর সাজকে অন্য মাত্রা এনে দেয়। ছবি: ইনস্টাগ্রাম
প্রসঙ্গত, বিয়ের দিনও রাধিকা মার্চেন্টের পরনে ছিল আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক। গলায় ছিল দিদির বিয়েতে পরা পারিবারিক হার। ছবি: ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -