Anant Radhika Wedding: বাহারি শেরওয়ানি, সূক্ষ্ম কারুকাজ, অনন্ত-রাধিকার বিয়েতে পোশাকে ঝলমলে ক্রিকেট মাঠের তারকারাও
অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে তারকার মেলা। ক্রিকেট মাঠের নক্ষত্ররাও হাজির হয়ে গিয়েছিলেন। ধোনি থেকে শুরু করে বুমরা, সকলেই পরেছিলেন শেরওয়ানি। বিয়ের দিন বুম বুম বুমরা পরেছিলেন মেরুন রংয়ের শেরওয়ানি। স্ত্রী সঞ্জনা পরেছিলেন হলুদ শেডের লেহঙ্গা-চোলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনিবার, বিয়ের পরের দিনের অনুষ্ঠানে বুমরা-সঞ্জনাকে দেখলে যেন মনে পড়বে বাংলা গানের সেই জনপ্রিয় লাইন - সাদা সাদা, কালা কালা। বুমরা পরেছিলেন কালো রংয়ের শেরওয়ানি। স্ত্রী সঞ্জনা রং মিলিয়ে পরেছিলেন
বিয়ের রাতে পোশাকে নজর কেড়ে নিয়েছিলেন সূর্যকুমার যাদব, যুজবেন্দ্র চাহালরাও। আকাশি নীল রংয়ের শেরওয়ানি পরেছিলেন চাহাল। স্ত্রী ধনশ্রী পরেছিলেন সাহসী পোশাক। রং মিলিয়ে লেহঙ্গা চোলি। সূর্যকুমার পরেছিলেন ক্রিম রংয়ের শেরওয়ানি। দেবিশা পরেছিলেন দুধে আলতা রংয়ের শাড়ি। সঙ্গে সবুজ পাড়।
বিয়ের পরের দিনের অনুষ্ঠানে সূর্যকুমার ও দেবিশা পরেছিলেন কালো রংয়ের পোশাক। সদ্য টি-২০ বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও তাঁর স্ত্রীকে আকর্ষণীয় লেগেছে।
জাতীয় দলে তাঁকে বেশ কিছুদিন দেখা যায়নি। তবে ঈশান কিষাণ হাজির হয়ে গিয়েছিলেন অনন্ত-রাধিকার বিয়েতে। পরেছিলেন ঘি রংয়ের শেরওয়ানি ও রংয়ের শেড মিলিয়ে ওয়েস্ট কোট।
মহেন্দ্র সিংহ ধোনি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন হলুদ রংয়ের শেরওয়ানি পরে। স্ত্রী সাক্ষী পরেছিলেন পেস্তা রংয়ের গাউন। হলুদ রংয়ের সালওয়ার কামিজ পরেছিল খুদে জীভা।
বিয়ের রাতে অবশ্য আরও অভিজাত পোশাকে দেখা গিয়েছে ধোনিকে। পরেছিলেন হাল্কা ছাই রংয়ের শেরওয়ানি। সঙ্গে গোটা শেরওয়ানিতে সুতোর সূক্ষ্ম কাজ।
হার্দিক পাণ্ড্য গিয়েছিলেন ট্রান্সপারেন্ট শেরওয়ানি পরে। নিজস্ব স্টাইল স্টেটমেন্ট মেলে ধরেন। সঙ্গে ছিলেন দাদা ক্রুণাল পাণ্ড্যও। তিনিও সাদা শেডের পোশাক পরেছিলেন।
ভারত টি-২০ বিশ্বকাপ জয়ের পরই টিম ইন্ডিয়ার কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। স্ত্রী নাতাশাকে নিয়ে তিনি হাজির ছিলেন বিয়ের অনুষ্ঠানে। গম্ভীর পরেছিলেন কালো শেরওয়ানি। নাতাশার লেহঙ্গায় ছিল সাদার ছোঁয়া।
ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্তের পরনে ছিল সুতির কারুকার্য করা শেরওয়ানি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নজরকাড়া তিলক বর্মা পরেছিলেন ঘি রংয়ের শেরওয়ানি।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। পরে মুম্বইয়ের কোচও হয়েছেন মাহেলা জয়বর্ধনে। মুকেশ ও নীতা অম্বানির সঙ্গে নিবিড় সম্পর্ক। বিয়েতে ভারতীয় সাজে হাজির হয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তিও। ছবি - পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -