Raima Sen: বেগুনি শাড়ি, খোঁপা, গয়না, কলকাতার অনুষ্ঠানে এসে সাবেকি সাজে নজর কাড়লেন রাইমা
রাইমা সেন
1/10
টলিউড থেকে বলিউড, অভিনয়ের প্রয়োজনে তাঁকে ছুটে বেড়াতে হয় হামেশাই, তবে সদ্য কলকাতায় এসেছিলেন তিনি।
2/10
একটি বিপণী সংস্থার ই-বাইক উদ্বোধনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাইমা সেন। তাঁর হাত দিয়ে উদ্বোধন করা হয় ওই ই বাইক।
3/10
রাইমার মুখে শোনা যায় যে ভারতে তৈরি হওয়া সমস্ত জিনিসেরই সমর্থন করেন তিনি। ই বাইক তার মধ্যেই একটা। ভারতে আরও সবুজ ও ভারতের পরিবেশকে সুরক্ষিত করবে এই বাইক।
4/10
নিজে ই বাইকের ওপর বসে পাপারাৎজিদের জন্য হাসিমুখে পোজও দেন রাইমা।
5/10
বেগুনি রঙের বেনারসিতে সাবেকি সাজে সেজেছিলেন সুন্দরী রাইমা।
6/10
গলায় চোকার, কানে পাশা ও হাতে হালকা ব্যঙ্গল পরেছিলেন তিনি। কপালে ছিল ছোট্ট টিপ।
7/10
সাবেক সাজের সঙ্গে মানানসই খোঁপা করেছিলেন রাইমা। ন্যুড মেক আপ আর কোহল চোখে অভিনেত্রী অপরূপা।
8/10
এদিনের অনুষ্ঠানে হাজির ছিল অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজনও।
9/10
রাইমা সেনের উপস্থিতি যেন ফিকে করে দিয়েছিল বাকি সব ঔজ্জ্বল্য। সোশ্যাল মিডিয়ায় নিজের সাজের ছবি ভাগও করে নেন রাইমা।
10/10
এই বাইক খোলা বাজারেও মিলবে খুব তাড়াতাড়ি, সেই ব্যবস্থাই করছে সংস্থা।
Published at : 16 May 2022 09:07 PM (IST)