রাজ-শুভশ্রীর মলদ্বীপ ডায়েরি, প্রথমবার বিদেশে পাড়ি দিল ইউভান
পুরীর পর মলদ্বীপ, ইউভানকে নিয়ে রাজ-শুভশ্রীর ফের ডেস্টিনেশান সমুদ্র। সোশ্যাল মিডিয়ায় এখন কেবলই রাজশ্রীর মলদ্বীপ ডায়েরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনস্টাগ্রাম স্টোরিতে একটা আলাদা অ্যালবাম করে ফেলেছেন শুভশ্রী। সেখানে কেবলই মলদ্বীপে দিনযাপনের ছবি।
আজ সকালে সোশ্যাল মিডিয়ায় রোদমাখা এই ছবিটি আপলোড করেছেন শুভশ্রী। মলদ্বীপের সমুদ্রে সময় কাটাচ্ছেন তিনি।
কম জাননি রাজও। সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের ধারে এই ছবিটি শেয়ার করেছেন রাজ।
একদিনে পরিচালনা অন্যদিকে বিধায়কের দায়িত্ব, দুইই সামলাচ্ছেন রাজ। কিন্তু তাঁর ফাঁকেও বের করে নিলেন পারিবারিক সময়। একরত্তি ও স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়লেন সময় কাটাতে
কটেজের ঘরে ইউভানের সঙ্গে সময় কাটাচ্ছেন শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন এই মিষ্টি ছবি।
সকালের ছবি। সুপ্রভাত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি ছবিটি শেয়ার করেছেন শুভশ্রী। অবাক চোখে সমুদ্র দেখছে ইউভান।
এয়ারপোর্টে শুভশ্রী। টলোমলো পায়ে বিমান ধরতে ছুটল ইউভান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করলেন রাজ।
মলদ্বীপের কটেজে শুভশ্রী-ইউভানের মিষ্টি মুহূর্তের মিরর সেলফি
সম্ভবত জীবনের সেরা সময়টি কাটাচ্ছেন শুভশ্রী, একদিকে কাজ অন্যদিকে পরিবার, সব মিলিয়ে নায়িকা এখন ভীষণ ভীষণ খুশি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -