Raj-Subhashree: দুর্গোৎসব শেষ হতেই মহাকাল মন্দিরে রাজ-শুভশ্রী, ইউভান-ইয়ালিনিকে নিয়ে দিলেন পুজো

Raj Chakraborty-Subhashree Ganguly: পুজো কাটতে না কাটতেই, ছোট্ট ইউভান আর ইয়ালিনিকে নিয়ে মহাকাল মন্দিরে রাজ আর শুভশ্রী।

Continues below advertisement

দুর্গোৎসব শেষ হতেই মহাকাল মন্দিরে রাজ-শুভশ্রী, ইউভান-ইয়ালিনিকে নিয়ে দিলেন পুজো

Continues below advertisement
1/10
সদ্য দুর্গা পুজো গিয়েছে, পরিবারের সঙ্গেই উৎসবের দিনগুলি কাটিয়েছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার ও করে নিয়েছেন সেই সমস্ত ছবি।
2/10
আর পুজো কাটতে না কাটতেই, ছোট্ট ইউভান আর ইয়ালিনিকে নিয়ে মহাকাল মন্দিরে রাজ আর শুভশ্রী। দুই সন্তানকে নিয়ে ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন তাঁরা।
3/10
সোশ্যাল মিডিয়ায় সব ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী দুজনেই। সকাল সকাল গাড়ি করে মহাকাল মন্দিরের উদ্দেশে বেরিয়ে পড়েছিলেন রাজ-শুভশ্রীরা।
4/10
শুভশ্রী যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে দেখা গিয়েছে, মহাকাল মন্দিরে যাওয়ার পথে, গাড়িতেই আধো আধো বুলিতে গান ধরেছিল ইয়ালিনি। আর বোনের পাশে বসে, গাল টিপে ইউভানের সে কি আদর বোনকে। সোশ্যাল মিডিয়ারও মন কাড়ল মিষ্টি এই ভিডিও।
5/10
তবে মাঝে মাঝে আবার খুনসুটি করে ইউভান মুখ চেপে ধরল বোনের। ইয়ালিনির 'ফুলে ফুলে ঢলে ঢলে' গান থামানো কিন্তু মুশকিল। শুভশ্রী এই মিষ্টি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, 'সকালের মন ভাল করা ছবি'
Continues below advertisement
6/10
এদিন শুভশ্রী পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি, মাথায় তুলেছিলেন ঘোমটা। আর রাজ পরেছিলেন একটি সাদা পাঞ্জাবি। দুজনের কপালেই ছিল মহাকাল লেখা তিলক।
7/10
পুজোর পরে বাড়িতেই একটি বিজয়া সম্মেলনী আয়োজন করেছিলেন রাজ আর শুভশ্রী। সেখানে হাজির ছিলেন ইন্ডাস্টির বহু কলাকুশলীরা। সবাই মেতেছিলেন নির্ভেজাল আড্ডায়।
8/10
পুজোর কয়েকটা দিন সাধারণত আবাসনের পুজোতেই কাটান রাজ আর শুভশ্রী। যাবতীয় আচার নিয়ম তাঁরা পালন করেন সেখানেই।
9/10
পুজোর সময় মণ্ডপেও গিয়েছিলেন রাজ শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি ও শেয়ার করে নিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিল দুই খুদে, ইউভান আর ইয়ালিনি ও।
10/10
কাজের ক্ষেত্রে, নিজের নতুন সিনেমার শ্যুটিং সদ্যই শেষ করেছেন রাজ চক্রবর্তী। অন্যদিকে সামনেই মুক্তি পাবে শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ।
Sponsored Links by Taboola