Raj-Subhasree: জন্মের পরে প্রথমবার কন্যাসন্তানকে দেখা, কোলে নেওয়া.. অদেখা ছবি প্রকাশ্যে আনলেন রাজ-শুভশ্রী
এক বছর হল মেয়ের। এই দিনটার জন্যই বোধহয় অপেক্ষা করছিলেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও বাবা রাজ গঙ্গোপাধ্যায়। মেয়ের জন্মের মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রাজ-শুভশ্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেয়ের প্রথম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে এনেছেন মেয়ের জন্মের সমস্ত ছবি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এর আগে প্রকাশ্যে আসেনি, তাই ভাইরাল।
ওটিতে পরিচালক রাজের মেয়েকে প্রথম কোলে নেওয়া থেকে শুরু করে কন্যা ইয়ালিনির বাড়ি আসা.. সমস্তটাই ছিল ক্যামেরাবন্দি।
সেই ছবি শেয়ার করে নেওয়ার জন্য বোধহয় এই গোটা একটা বছর অপেক্ষা করেছেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly) দুজনেই। আর কি কি হল ইয়ালিনির জন্মদিনে?
রাজ চক্রবর্তীর বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানেই দেখা যায় শুভশ্রী তাঁর বাড়িতেই জগন্নাথ আরতি করছেন
আর ইয়ালিনির জন্মদিনে হল পুষ্প অভিষেক। অর্থাৎ জগন্নাথ দেবকে ফুল দিয়ে স্নান করানো হল। হাজির ছিলেন অতিথি অভ্যাগতরাও।
খাবার আয়োজন ছিল নিরামিষ। নিজের হাতে প্রচুর ফুল ছাড়িয়ে কয়েক ঘণ্টা ধরে পুষ্প অভিষেকের জন্য যাবতীয় আয়োজন করেন শুভশ্রী।
৫০০ গোলাপ, ৫০০ চন্দ্রমল্লিকা, ৫০০ পদ্ম ও আরও অন্যান্য ফুল আনা হয়েছিল পুষ্প অভিষেকের জন্য।
শুভশ্রী একাধিকবার বলেছেন যে তিনি ঈশ্বর বিশ্বাসী। আর সেই কারণেই মেয়ের জন্মদিনে তিনি আধ্যাত্মিক আয়োজনই বেছে নিয়েছিলেন।
ইসকন থেকে এসেছিলেন সাধুরা। বাড়িতে আয়োজন করা হয়েছিল ভজন ও কীর্তনেরও।
জন্মের পর থেকেই ইয়ালিনিকে আড়ালেই রেখেছিলেন শুভশ্রী। তবে ছেলে ইউভানের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রথমবার মেয়ের ছবি শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -