Raj Chakraborty Birthday: টলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, এক ঝলকে তাঁর জনপ্রিয় ছবিগুলি
টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক-প্রযোজক ও অভিনেতা রাজ চক্রবর্তীর আজ জন্মদিন। ছবি তৈরির আগে কেরিয়ার শুরু করেছিলেন 'মীরাক্কেল', 'ডান্স বাংলা ডান্স' ইত্যাদির মতো অনুষ্ঠানের সহ-পরিচালক হিসেবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৮ সালে ছবি পরিচালনা শুরু করেন রাজ চক্রবর্তী। প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। সুপারহিট সেই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা।
২০০৯ সালে আরও একটি সুপারহিট ছবি পরিচালনা করেন রাজ। দেব ও শুভশ্রী জুটি নিয়ে আসে 'চ্যালেঞ্জ'। একই বছরে মুক্তি পায় সোহম ও পায়েল অভিনীত 'প্রেম আমার'।
এরপর প্রত্যেক বছরই একাধিক ছবি তৈরি করতে থাকেন তিনি। ২০১০ সালে আসে দেব ও পায়েল অভিনীত 'লে ছক্কা'। সেই বছরেই মুক্তি পায় 'দুই পৃথিবী'। এই ছবিতে একইসঙ্গে দেব ও জিৎ অভিনয় করেন।
২০১২ সালে মুক্তি পায় 'বোঝেনা সে বোঝেনা'। এই অন্য ধারার ছবিটিও বেশ পছন্দ করেছিলেন দর্শক।
এরপর ২০১৩ সালে মুক্তি পায় 'কানামাছি' এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'প্রলয়'।
২০১৪ সালে মুক্তি পায় আরও দুটি ছবি। 'বরবাদ' ও 'যোদ্ধা'। ২০১৫ সালে আসে বনি-কৌশানী জুটির অন্যতম জনপ্রিয় ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'।
এরপর রাজের তৈরি উল্লেখযোগ্য ছবি মুক্তি ২০১৭ সালে, 'চ্যাম্প'। মুখ্য ভূমিকায় দেব। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখেন রুক্মিণী মৈত্র। একই বছরে মুক্তি পায় অঙ্কুশ-নুসরত অভিনীত 'বলো দুগ্গা মাঈকী'।
২০১৯ সালে খানিক অন্য ধারার গল্প নিয়ে মুক্তি পায় 'পরিণীতা'। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয়।
২০২২ সালে তাঁর আরও দু'টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি'। ছবি মুক্তির তারিখও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -