Raj Chakraborty Birthday: টলিউডের অন্যতম সফল পরিচালক-প্রযোজক রাজ চক্রবর্তী, এক ঝলকে তাঁর জনপ্রিয় ছবিগুলি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
টলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক-প্রযোজক ও অভিনেতা রাজ চক্রবর্তীর আজ জন্মদিন। ছবি তৈরির আগে কেরিয়ার শুরু করেছিলেন 'মীরাক্কেল', 'ডান্স বাংলা ডান্স' ইত্যাদির মতো অনুষ্ঠানের সহ-পরিচালক হিসেবে।
2/10
২০০৮ সালে ছবি পরিচালনা শুরু করেন রাজ চক্রবর্তী। প্রথম কাজ 'চিরদিনই তুমি যে আমার'। সুপারহিট সেই ছবিতে অভিনয় করেছিলেন রাহুল ও প্রিয়ঙ্কা।
3/10
২০০৯ সালে আরও একটি সুপারহিট ছবি পরিচালনা করেন রাজ। দেব ও শুভশ্রী জুটি নিয়ে আসে 'চ্যালেঞ্জ'। একই বছরে মুক্তি পায় সোহম ও পায়েল অভিনীত 'প্রেম আমার'।
4/10
এরপর প্রত্যেক বছরই একাধিক ছবি তৈরি করতে থাকেন তিনি। ২০১০ সালে আসে দেব ও পায়েল অভিনীত 'লে ছক্কা'। সেই বছরেই মুক্তি পায় 'দুই পৃথিবী'। এই ছবিতে একইসঙ্গে দেব ও জিৎ অভিনয় করেন।
5/10
২০১২ সালে মুক্তি পায় 'বোঝেনা সে বোঝেনা'। এই অন্য ধারার ছবিটিও বেশ পছন্দ করেছিলেন দর্শক।
6/10
এরপর ২০১৩ সালে মুক্তি পায় 'কানামাছি' এবং সত্য ঘটনা অবলম্বনে তৈরি 'প্রলয়'।
7/10
২০১৪ সালে মুক্তি পায় আরও দুটি ছবি। 'বরবাদ' ও 'যোদ্ধা'। ২০১৫ সালে আসে বনি-কৌশানী জুটির অন্যতম জনপ্রিয় ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'।
8/10
এরপর রাজের তৈরি উল্লেখযোগ্য ছবি মুক্তি ২০১৭ সালে, 'চ্যাম্প'। মুখ্য ভূমিকায় দেব। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখেন রুক্মিণী মৈত্র। একই বছরে মুক্তি পায় অঙ্কুশ-নুসরত অভিনীত 'বলো দুগ্গা মাঈকী'।
9/10
২০১৯ সালে খানিক অন্য ধারার গল্প নিয়ে মুক্তি পায় 'পরিণীতা'। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের অভিনয় প্রশংসিত হয়।
10/10
২০২২ সালে তাঁর আরও দু'টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি'। ছবি মুক্তির তারিখও ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।
Sponsored Links by Taboola