Yuvaan Drive Car Photos: বাবার কোলে বসে গাড়ি চালাচ্ছে সাড়ে ৯ মাসের রাজ-পুত্র ইউভান!
দু চাকা চালানো আয়ত্তে এসে গিয়েছে। অতএব আপাতত চার চাকায় হাত পাকাতে ব্যস্ত সাড়ে ৯ মাসের ইউভান চক্রবর্তী। বাবা রাজের কোলে বসে দিব্যি গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে সে!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসকাল সকাল সোশ্যাল মিডিয়ায় একরত্তির মন ভালো করে ভিডিও শেয়ার করলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী। ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।
ভিডিও শেয়ার করে রাজ লেখেন, 'আমার সাড়ে ৯ মাসের ছেলে ইউভান দু চাকা ছেড়ে এবার চার চাকার গাড়ি চালানো শিখছে।' ছবির নিচে রাজ জুড়ে দেন লকডাউন বেবির ট্যাগও।
ইউভানের গাড়ি চালানোর মিষ্টি ছবি শেয়ার করেছেন শুভশ্রীও। লিখেছেন, 'আমার হৃদয়।'
রাজের শেয়ার করা ভিডিওতে দেখা গেল, তাঁর কোলে বসে গাড়ির স্টিয়ারিং ঘোরাচ্ছে ইউভান। কখনও লাফিয়ে উঠছে আনন্দে। রাজের মুখেও স্নেহের হাসি।
সম্প্রতি নিজের পালসার বাইকে ইউভানকে বসিয়ে ছবি শেয়ার করেছিলেন রাজ। নিজের প্রথম কেনা গাড়িতে ছেলেকে বসিয়ে ক্যাপশানে উস্কে দিয়েছিলেন নস্টালজিয়া।
ছবির ক্যাপশানে রাজ লিখেছিলেন, ' এই Pulsar 150 বাইকটা আমার প্রথম নিজের গাড়ি। ২০০৩ সালে আমি এই বাইকটা কিনি আমার প্রথম উপার্জন দিয়ে। এখন এইটা ইউভান চালানোর চেষ্টা করছে।
রাজ আরও লেখেন, 'খুব তাড়াতাড়ি বড় হয়ে ইউভান এই বাইকটা চালানো শিখে যাবে।'
বাবা রাজের প্রিয় সঙ্গী ইউভান। সদ্য নির্বাচিত বিধায়ক কাজের ফাঁকে ইউভানের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন। ব্যারাকপুরের বিধায়ক কাজ মিটিয়ে আরবানার আস্তানায় ফেরেন ইউভানের টানেই।
আজ রাজ ও শুভশ্রীর শেয়ার কর ছবি ভিডিও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। নেটদুনিয়ায় এখনও ইউভানও বেশ জনপ্রিয় যে। ছবি সৌজন্যে: রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -