Indian Forces US Navy Integrated Exercise ভারত মহাসাগরে চলছে মার্কিন নৌসেনার সঙ্গে ভারতীয় নৌসেনা, বায়ুসেনার যৌথ মহড়া
মার্কিন নৌবাহিনীর কেরিয়ার স্ট্রাইক গ্রুপ (সিএসডজি) রোনাল্ড রেগানের সঙ্গে ভারতীয় মহাসাগরে চলছে ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনার যৌথ যুদ্ধমহড়া।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মহড়ায় অংশ নিয়েছে ভারতীয় নৌসেনার মিগ-২৯কে বিমান, ভারতীয় বায়ুসেনার সুখোই-৩০এমকেআই বিমান। দুদিন ব্যাপী এই মহড়া শুরু হয়েছে গতকাল। আজ দ্বিতীয় তথা শেষ দিন।
এই মহড়ার লক্ষ্য হল, দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় ও মজবুত করা। পাশাপাশি, সমুদ্রে যৌথ সমন্বয়ে বিভিন্ন অভিযানে অংশ নেওয়া।
ভারতীয় নৌসেনার এক শীর্ষকর্তা জানান, সমুদ্রে যৌথ অভিযান এমনভাবেই করতে হয়। আকাশে যুদ্ধবিমান ও নজরদারি বিমান এবং জলে রণতরী। সকলের মধ্য়ে সমন্বয় বজায় রাখা।
ভারতীয় নৌসেনার তরফে এই মহড়ায় অংশ নিয়েছে রণতরী আইএনএস কোচি ও আইএনএস তেগ। সঙ্গে রয়েছে পি-৮আই দূরপাল্লার নৌ-নজরদারি বিমান এবং নৌসেনার মিগ-২৯কে যুদ্ধবিমান।
গোটা মহড়ার তত্ত্বাবধানে রয়েছে ভারতীয় বায়ুসেনার সাদার্ন এয়ার কমান্ড। বায়ুসেনার তরফে অংশ নিয়েছে জাগুয়ার, সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান। রয়েছে ফ্যালকন ও নেত্র নজরদারি বিমান। এছাড়া রয়েছে আইএল-৭৮ রিফ্যুয়েলার বিমান।
অন্যদিকে, মার্কিন সিএসজি-তে রয়েছে বিমানবাহী রণরতী রোনাল্ড রেগান, ডেস্ট্রয়ার শ্রেণির ইউএসএস হ্য়ালসে ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস শিলোহ্। সঙ্গে রয়েছে এফ-১৮ যুদ্ধবিমান, ই-২সি হকআই নজরদারি বিমান।
গোটা মহড়া চলছে ভারতের পশ্চিম উপকূলে তিরুঅনন্তপুরমের দক্ষিণে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -