Raj Kundra Case Update:রাজ কুন্দ্রার পর্ন ভিডিও মামলায় এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে
Raj Kundra Case Update
1/11
রাজ কুন্দ্রার পর্ন ভিডিও মামলায় একের পর এক তথ্য সামনে আসছে। এই মামলায় কুন্দ্রার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকেও জিজ্ঞাসাবাদ করেছে। সেইসঙ্গে কুন্দ্রার সঙ্গীদেরও তদন্তেক জালে নিয়ে আসছে পুলিশ।
2/11
রাজ কুন্দ্রাকে পর্নোগ্রাফিক কন্টেন্ট তৈরি ও সেগুলি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রকাশ ও প্রচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ জুলাই কুন্দ্রাকে গ্রেফতার করেছিল পুলিশ।
3/11
এই ঘটনায় আন্তর্জাতিক যোগের কথাও সামনে এনেছে মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে খবর, কুন্দ্রা তাঁর মোবাইল অ্যাপ হটশটস তাঁর শ্যালকের ইংল্যান্ডের কোম্পানিকে বিক্রি করেছিলেন। কিন্তু তিনি ওই অ্যাপের জন্য ধারাবাহিকভাবে কন্টেন্ট তৈরি ও পরিচালনা করতে থাকেন।
4/11
এই মামলায় শিল্পার যোগ নিয়েও তদন্ত চলছে বলে জানা গেছে। যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে শিল্পার এই মামলায় কোনও সক্রিয় ভূমিকা পাওয়া যায়নি। যদিও পুলিশ এখনও তাঁকে ক্লিনচিট দেয়নি।
5/11
এই মামলায় রাজ কুন্দ্রার আয় নিয়ে বিভিন্ন দাবি সামনে এসেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মোবাইল অ্যাপে আপলোড করা একটি ভিডিও থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আয় হয়।পুলিশ রাজ কুন্দ্রার সঙ্গে সম্পর্কিত একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সাড়ে সাত কোটি টাকা ফ্রিজ করেছে বলে খবর।
6/11
এই মামলায় পুনম পান্ডেও বেশ কিছু গুরুতর অভিযোগ তুলেছেন। পুনমের অভিযোগ, কোনও চু্ক্তি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। সেইসঙ্গে তাঁর ফোন নম্বরও প্রকাশ করে দেওয়া হয় বলে অভিযোগ পুনমের।
7/11
পুরো ঘটনায় গেহনা বশিষ্টের নামও সামনে এসেছে। তিনিও এই অ্যাপের জন্য প্রায় আটটি ভিডিও শ্যুট করেছেন। সেইসঙ্গে আর্থিক লেনদেনের বিষয়টিও সামনে এসেছে বলে খবর।
8/11
পুলিশের তদন্তে জানা গেছে, রাজ কুন্দ্রা এই ব্যবসা আরও বাড়াতে চেয়েছিলেন। তিনি পর্ন লাইভ স্ট্রিমিংকে ভবিষ্যত বলে মনে করতেন। সেজন্য পরিকল্পনাও করছিলেন।
9/11
পুলিশ রাজ কুন্দ্রার প্রাক্তন সহকারী উমেশ কামাতের তৈরি করা প্রায় ৭০ ভিডিও ভিন্ন ভিন্ন প্রোডাকশন হাউস থেকে উদ্ধার করেছে। এই সমস্ত ভিডিওগুলি ওই অ্যাপে আপলোড করা হত বলে মনে করা হচ্ছে।
10/11
এছাড়াও খবর, রাজ এই মামলায় গ্রেফতারি এড়াতে ঘুষও দিয়েছিলেন বলে অভিযোগ।
11/11
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিল্পা ও রাজ কুন্দ্রার বাড়িতে পুলিশের অভিযানের সময় ধৈর্য্যের বাঁধ ভেঙে গিয়েছিল অভিনেত্রীর। তিনি এ সব করার কী দরকার ছিল, এমন প্রশ্নও করেছিলেন রাজ কুন্দ্রাকে।
Published at : 29 Jul 2021 09:14 PM (IST)