নজরে ১২ লক্ষ ডলারে ১২১টি ভিডিও বিক্রির লেনদেন, ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাজ
পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের। নজরে ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। হেফাজতে রাজ কুন্দ্রা। দ্বারস্থ আদালতের। চ্যালেঞ্জের মোকাবিলা করব। প্রতিক্রিয়া শিল্পার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে সোমবার গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে।
মুম্বইয়ের পুলিশ কমিশনার একটি বিবৃতিতে বলেছেন, 'অশ্লীল ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করেছে। গোটা ঘটনার নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী মনে করা হচ্ছে রাজ কুন্দ্রাকে। ওঁর বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে।'
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে রাজ কুন্দ্রার নামে অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগে বলা হয়েছিল, নীল ছবি তৈরি করে তা মোবাইল অ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে দেওয়ার বিশাল ব্যবসা ফেঁদেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। সেই অভিযোগের তদন্তেই সোমবার রাজকে গ্রেফতার করল মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। পুলিশে অভিযোগে দায়ের হওয়ার পরই আগাম জামিনের আবেদন করেছিলেন রাজ। তবে তাতে শেষরক্ষা হল না। গ্রেফতারই হতে হল নামী ব্যবসায়ীকে।
অন্যদিকে রাজ কুন্দ্রার আইনজীবী আদালতে বলেন, ' ইনফরমেশন টেকনোলজির এই আইনকে ভারতীয় দণ্ডবিধির সঙ্গে একসঙ্গে পড়া যায় না। ইনফরমেশন টেকনোলজির ৬৭এ ধারায় বলা হয়েছে, একমাত্র শারীরিক সম্পর্ক হলে তবেই তা পর্ণোগ্রাফির আওতায় পড়ে। বাকি সমস্ত বিষয়কে অশ্লীল ছবি বলা যায় কিন্তু পর্ণোগ্রাফি না। ইতিমধ্যেই রাজ কুন্দ্রার প্রাক্তন পিএ উমেশ কামাতের থেকে ৭০টি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে পুলিশ।
আজ রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের দিন আরও কিছুদিন বাড়ানো হয়েছে। ২৭ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতেই থাকতে হবে তাঁকে।
আজ রাজ-শিল্পার বাংলোয় হানা দেয় পুলিশ। সন্দেহ, পর্ণ শ্যুটিং থেকে পাওয়া টাকা দিয়ে চলত অনলাইন বেটিং। এই কারণে রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চায় পুলিশ।
আপাতত পুলিশের নজরে রাজের ১২ লক্ষ ডলারে ১২১টি পর্ন ভিডিও বিক্রির লেনদেন। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে বিস্ফোরক হোয়াটসঅ্যাপ চ্যাটও।
পুলিশ সূত্রে খবর, মডেল ও অভিনেত্রীদের হুমকি দিতেন রাজ। পুলিশের হাতে এসেছে সেই সমস্ত চ্যাটও। আজ বাইকুল্লা জেল থেকে বেরিয়ে আদালতে যাওয়ার সময় পাপারাৎজিদের হাতে ক্যামেরাবন্দি হন রাজ।
অন্যদিকে আজ মুক্তি পেয়েছে শিল্পা শেট্টির নতুন ছবি। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ছবি দেখার আবেদন করেন অভিনেত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -