Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Tokyo Olympics 2020 Opening Ceremony: আতসবাজি-আলোর রোশনাইয়ে উদ্বোধনী অনুষ্ঠান টোকিও অলিম্পিক্সের, ভারতের পতাকা বইলেন মেরি কম-মনপ্রীত সিংহ
করোনা অতিমারির জেরে দীর্ঘ এক বছর স্থগিত থাকার পর অবশেষে শুক্রবার টোকিও অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান জাপান ন্যাশনাল স্টেডিয়ামে।(ছবি-পিটিআই)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৬৮ হাজার আসন-বিশিষ্ট স্টেডিয়াম। (ছবি-পিটিআই)
কিন্তু, জাপানের রাজা নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো, আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কয়েকশো আধিকারিকের উপস্থিতিতে হয় অনুষ্ঠান।(ছবি-পিটিআই)
অনুষ্ঠানের শুরুতেই অলিম্পিক্স স্টেডিয়ামে নিয়ে আসা হয় জাপানের পতাকা। তার পরেই শুরু হয়ে যায় আলোর প্রদর্শনী।(ছবি-পিটিআই)
আতসবাজি ও আলোর জমকালো শো দেখা যায় উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে।(ছবি-পিটিআই)
পরে মঞ্চে স্বাগত জানানো হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির প্রেসিডেন্ট থমাস বাখকে।(ছবি-পিটিআই)
গ্রিসের অ্যাথলিটরা প্রথম স্টেডিয়ামে প্রবেশ করেন। প্রসঙ্গত, এই দেশ থেকে অলিম্পিক গেমসের যাত্রা শুরু।(ছবি-পিটিআই)
উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক দূরত্ববিধি বজায় রেখে প্যারেড করতে দেখা যায় অ্যাথলিটদের।(ছবি-পিটিআই)
এবারের অলিম্পিক গেমসে ৩৩ খেলায় ৩৩৯ ইভেন্টে যোগদান করবেন অ্যাথলিটরা।(ছবি-পিটিআই)
ভারতের পতাকা বহন করেন বক্সার এম সি মেরি কম ও পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।(ছবি- ট্যুইটার- Olympics
- - - - - - - - - Advertisement - - - - - - - - -